রাস্তার পাশে পড়ে থাকা ব্যক্তিকে দেখে গাড়ি থামানোর নির্দেশ দিলেন সাংসদ। রাস্তায় পড়ে থাকা ব্যক্তিকে ঘিরে রয়েছেন অনেকেই। তবে কী করা যায়, তা নিয়ে সংশয়ে রয়েছেন সবাই। এরই মাঝে কাতরাতে থাকা সেই ব্যক্তিকে নিজের গাড়িতে তুলে নিলেন বিজেপি সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়। সেই ব্যক্তিকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে নিয়ে যান সাংসদ। এরপর আহত ব্যক্তির পরিজনদেরও খবর দেন সাংসদ।
জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে বাড়ি ফিরছিলেন জয়ন্তকুমার রায়। সন্ধে সাড়ে সাতটা নাগাদ রাজগঞ্জ ব্লকের ফুলবাড়ি আমাইদিঘিতে পৌঁছায় জয়ন্তবাবুর গাড়ি। সেখানে তিনি একটি জটলা দেখতে পান। গাড়ি থামানোর নির্দেশ দেন সাংসদ। সেখানে তিনি দেখতে পান যে এক ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে পড়ে রয়েছেন রাস্তার পাশে। আহত ব্যক্তির নাম সিরাজউল হক। এরপরই আহজত সিরাজউলকে নিজের গাড়িতে তুলে নেন বিজেপি সাংসদ।
জানা গিয়েছে, আহত হওয়া সিরাজউল রাজগঞ্জের আকালুগছ এলাকার বাসিন্দা। সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। তাঁকে ধাক্কা মারে এক বাইক আরোহী। কোমরে চোট লাগে সিরাজউলের। এরপর আহত সিরাজউলকে নিয়ে হাসপাতালে পৌঁছান বিজেপি সাংসদ। ঘটনা প্রসঙ্গে বিজেপি সাংসদ বলেন, ‘আহত ব্যক্তিকে গাড়িতে তোলার পরই হাসপাতাল সুপারকে ফোন করে বিস্তারিত জানিয়েছিলাম। সুপার প্রয়োজনীয় ব্যবস্থা করে রেখেছিলেন। যাওয়ার পর সঙ্গে সঙ্গে সিরাজউলকে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসা শুরু করে দেন হাসপাতালের চিকিৎসকরা।’ এদিকে সাংসদের থেকে খবর পেয়ে হাসপাতালে পৌঁছে যান সিরাজউলের পরিবারের সদস্যরা। চিকিৎসকরা জানিয়েছেন, অবস্থা গুরুতর না হলেও চোট ভালই লেগেছে সিরাজুলের। এদিকে উৎসবের মরশুমে আম জনতাকে রাস্তায় সাবধানে চলাচলের পরামর্শ দেন বিজেপি সাংসদ।