এই ঘটনার পরই স্কুলে গিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন মৃতার আত্মীয়রা। স্কুলের গেট ভাঙার চেষ্টা করেন বলে অভিযোগ। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পুলিশ। স্কুলে ভাল রেজাল্ট করত রানিজা। এই ঘটনার পরই ময়ুরেশ্বর থেকে বেশ কিছু মানুষ নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ের সামনে বিক্ষোভ দেখান।
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু
উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু হয়েছে আবাসিক স্কুলের ভিতরে। এই ঘটনা ঘটায় তুমুল আলোড়ন ছড়িয়ে পড়ল বীরভূমের লাভপুরে। এই ঘটনাকে কেন্দ্র করে অভিভাবকদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের খণ্ডযুদ্ধ বেঁধে যায়। অভিভাবকরা জোর করে স্কুল চত্বরে ঢুকতে গেলে তাঁদের বাধা দেওয়া হয়। তা থেকেই খণ্ডযুদ্ধের সূত্রপাত। স্কুলের ভিতরে উচ্চমাধ্যমিক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।
ঠিক কী ঘটেছে লাভপুরে? স্থানীয় সূত্রে খবর, মৃত পড়ুয়ার নাম রানিজা পারভিন। উচ্চমাধ্যমিকের পরীক্ষার্থী ময়ুরেশ্বরের প্রজা পাড়া এলাকায় বাড়ি তার। পড়াশোনা করত লাভপুরের নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে। সেখানে থেকেই পড়াশোনা করত ছাত্রীটি। আজ, বুধবার তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। এই ঘটনায় তীব্র আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে। ষষ্ঠ শ্রেণি থেকে লাভপুরের নবোদয় কেন্দ্রীয় বিদ্যালয়ে থেকে পড়াশোনা করত রানিজা। স্কুলের ভিতরে রানিজার ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। তবে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন ছাত্রীকে।