উত্তরবঙ্গ বলে কিছু হয় না। বাংলা একটাই। তৃণমূলের অভিধানে উত্তরবঙ্গ বলে কিছু নেই। মঙ্গলবার ধূপগুড়ির সভা থেকে এই বার্তাই দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
এদিন ধূপগুড়ির সভা থেকে বাংলা ভাগ প্রসঙ্গে অভিষেক জানান, ‘উত্তরবঙ্গ বলে তৃণমূলের অভিধানে কোনও শব্দ নেই। আমাদের অভিধানে দার্জিলিং, কালিম্পং, মালদা, জলপাইগুড়ি রয়েছে। আলাদা করে যদি কেউ ভাবে বাংলা বাংলাকে ভাগ করব, তাহলে শরীরের শেষ রক্তবিন্দু লড়ব। কিন্তু বাংলাকে ভাগ হতে দেব না। এই মঞ্চ থেকে কথা দিয়ে গেলাম।’ এরপরই বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়ে অভিষেক জানান, ‘বিজেপির কোনও নেতা কর্মীর যদি বুকের পাটা থাকে, বাপের ব্যাটা হয়, তাহলে বাংলা ভাগ করে দেখাক। যারা বাংলাকে ভাগ করতে চাইছে, তাদের চিহ্নিত করতে হবে। আমি যা বলি আমি তাই করি। যেটা আমি পারব না, সেটা আমি বলে দিই।’