দোকানগুলিতে এখনও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তার মধ্যেই যে যার নির্দিষ্ট জায়গায় ত্রিপল এদিন ত্রিপল টাঙিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছেন। যদিও এখনও ভস্মীভূত আবর্জনার স্তূপ পুরোপুরি সরানো হয়নি। ফলে সমস্ত ব্যবসায়ীরা সেখানে বসতে পারেনি।
চালু হল মঙ্গলা হাট মার্কেট। নিজস্ব ছবি।
গত একুশে জুলাই শহীদ দিবসের দিন পুড়ে ছাই হয়ে গিয়েছিল হাওড়ার মঙ্গলা হাটের আড়াই হাজারটির বেশি দোকান। সেই স্মৃতি বুকে নিয়েই ফের ব্যবসা শুরু করলেন পোড়া মঙ্গলা হাটের ব্যবসায়ীরা। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছিলেন সোমবার থেকে খুলে দেওয়া হবে মঙ্গলাহাট। সেই মতোই আজ থেকে খুলে দেওয়া হল মঙ্গল হাট। আর বাজার খুলে দিতেই পসরা সাজিয়ে বসলেন ব্যবসায়ীরা। তাঁরা নতুন উদ্যমে ঘুরে দাঁড়ানোর লড়াই শুরু করে দিলেন।
দোকানগুলিতে এখনও পুড়ে যাওয়ার চিহ্ন রয়েছে। তার মধ্যেই যে যার নির্দিষ্ট জায়গায় ত্রিপল এদিন ত্রিপল টাঙিয়ে নতুন করে ব্যবসা শুরু করেছেন। যদিও এখনও ভস্মীভূত আবর্জনার স্তূপ পুরোপুরি সরানো হয়নি। ফলে সমস্ত ব্যবসায়ীরা সেখানে বসতে পারেনি। তবে ৭৫ শতাংশ ব্যবসায়ী আজ থেকে বসতে শুরু করেছেন পোড়া মঙ্গলা হাটে। এ বিষয়ে হাওড়া পুরসভা এবং পুলিশ প্রশাসন ব্যবসায়ীদের সাহায্য করেছে। তবে প্রথম দিনেই যে বিক্রিবাটা ভালো হয়েছে তা নয়, ব্যবসায়ীদের আশা ধীরে ধীরে তাঁদের ব্যবসা বাড়বে। পুজোর আগে মঙ্গলা হাট চালু হওয়ায় খুশি ব্যবসায়ীরা। তবে প্রশাসনের কাছে তাঁদের একটাই আর্জি, এই পোড়া মার্কেটে বিদ্যুতের ব্যবস্থা করে দেওয়া হোক। রূপশঙ্কর সাগর নামে এক ব্যবসায়ী জানান, ‘আমরা চাইছি এখানে বিদ্যুতের ব্যবস্থা করা হোক। তবে প্রশাসনের তরফে জানানো হয়েছে ইলেকট্রিকের ব্যবস্থা করা হচ্ছে।’