বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > WBBSE 10th Result 2023: কয়েক মিনিট পরেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে অনলাইনে নম্বর দেখতে হবে?
পরবর্তী খবর
WBBSE 10th Result 2023: কয়েক মিনিট পরেই দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট, কীভাবে অনলাইনে নম্বর দেখতে হবে?
1 মিনিটে পড়ুন Updated: 19 May 2023, 11:30 AM ISTAyan Das
আনুষ্ঠানিকভাবে ইতিমধ্যে মাধ্যমিকের ফলপ্রকাশ হয়ে গিয়েছে। এবার অনলাইনে নিজেদের ফলাফল দেখার জন্য অপেক্ষা করছে মাধ্যমিক পড়ুয়ারা। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ৩০ মিনিট পরেই অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে।
ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়ে গিয়েছে। তারপর থেকে যেন সময় কাটছে না ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের। কারণ এখনও অনলাইনে মাধ্যমিকের ফলাফল আসেনি। তবে আর বেশিক্ষণ অপেক্ষা করতে হবে না। ৩০ মিনিট পরেই অনলাইনে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে। পড়ুয়ারা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in এবং wbresults.nic.in থেকে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে। আর 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র ওয়েবসাইট betvisalives.com-তে রেজাল্ট দেখতে পারবে পড়ুয়ারা।
হিন্দুস্তান টাইমস বাংলা থেকে কীভাবে মাধ্যমিকের রেজাল্ট দেখতে হবে?
১) 'হিন্দুস্তান টাইমস বাংলা'-র ওয়েবসাইট betvisalives.com-তে যেতে হবে পড়ুয়াদের।
২) হোমপেজে ‘মাধ্যমিক পরীক্ষার ফলাফল (WB 10th Class Result)’ লিঙ্ক আছে। বেলা ১২ টা থেকে সেই লিঙ্ক সক্রিয় হবে।
৩) ‘Candidate’s name’, ‘Mobile Number’ এবং ‘Roll Number’ দিতে হবে। তারপর ‘ক্লিক করুন’-এ ক্লিক করতে হবে পড়ুয়াদের।
৪) মোবাইল বা কম্পিউটার স্ক্রিনে মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট চলে আসবে। কোন কোন বিষয়ে কত নম্বর পেয়েছে, কোন বিষয়ে কোন গ্রেড পেয়েছে এবং মোট নম্বর দেওয়া থাকবে।
হিন্দুস্তান টাইমস বাংলায় মাধ্যমিক রেজাল্ট দেখুন এক ক্লিকেই - ক্লিক করুন এখানে
অনলাইনে কীভাবে অফিসিয়াল ওয়েবসাইট থেকে মাধ্যমিকের ফলাফল দেখতে হবে?
১) পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট wbbse.wb.gov.in অথবা wbresults.nic.in -তে যেতে হবে।
২) 'West Bengal Board of Secondary Education'-র নিচে 'Madhyamik Pariksha (SE) Results - Year 2023' দেওয়া আছে। সেটার নিচেই 'Enter Your Roll No' এবং 'Enter Date of Birth' দেখা যাবে। সেই তথ্য দিতে হবে। 'Enter Captcha'-তে ক্যাপটা দিতে হবে পড়ুয়াদের। তারপর 'Submit' করতে হবে।
কবে মাধ্যমিকের মার্কশিট এবং শংসাপত্র প্রদান করা হবে?
মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, আজই বেলা ১২ টা থেকে মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে। পর্ষদের নির্দিষ্ট ক্যাম্প থেকে স্কুলের প্রতিনিধিদের হাতে মার্কশিট এবং সার্টিফিকেট তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। শুধুমাত্র মুর্শিদাবাদের স্কুলগুলিকে বহরমপুরের গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইনস্টিটিউশন থেকে মার্কশিট এবং সার্টিফিকেট প্রদান করা হবে।