পরিবেশ দূষণ কমাতে পরিবেশবান্ধব ব্যাটারি চালিত বাসের উপরে জোর দিয়েছে রাজ্য সরকার। পরিবহণ দফতরের তরফে আগেই জানানো হয়েছিল কলকাতায় ১১৮০ ইলেকট্রিক বাস নামানো হবে। আগামী বছরের শেষের দিকে এই বাস নামানোর লক্ষ্যমাত্রা রয়েছে বলে জানিয়েছে সেন্ট্রাল কনভারজেন্স এনার্জি সার্ভিসেস লিমিটেড সিইএসএল।
এই বাস তৈরির জন্য টাটা মোটরসের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। জানা গিয়েছে, ১২ মিটার লম্বা এসি এবং নন এসি এবং ৯ মিটার লম্বা এসি এবং নন এসি এই চার ধরনের বাস নামানো হবে। ব্যাটারি চালিত বাসের ক্ষেত্রে সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল চার্জিং স্টেশন। বাস তৈরির পাশাপাশি প্রয়োজনীয় চার্জিং স্টেশন তৈরি করা হবে বলে সংস্থা সূত্রে জানা গিয়েছে। প্রসঙ্গত, সারা দেশে দূষণ কমাতে ৫০ হাজার ইলেকট্রিক বাস কেনার পরিকল্পনা রয়েছে। এর জন্য ১ হাজার কোটি টাকা ধার্য করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সংস্থা সিইএসএল এই বাসগুলি পরিচালনা করবে।