বিধানসভায় বিজেপি বিধায়কদের ওপর আক্রমণের পর হাসপাতালেও তাঁদের চিকিৎসা করাতে বাধা দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। সোমবার বিকেলে এমনই অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, শাসকদলের চাপে চিকিৎসা না করেই বিজেপি বিধায়কদের ছুটি দিয়ে দিচ্ছে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।
এদিন শুভেন্দুবাবু বলেন, সরকারে থেকে কী ভাবে ক্ষমতার অপব্যবহার করতে হয় তা শিখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। আমাদের আহত বিধায়কদের বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। কিন্তু সেখানে প্রাথমিক চিকিৎসা করেই তাঁদের বাড়ি চলে যেতে বলা হচ্ছে। শাসকদলের চাপেই তাঁদের ছুটি দিতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা।
শুভেন্দুবাবু জানান, বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গার জামা ছিঁড়ে দেওয়া হয়েছিল। তাঁর বুকের পাঁজরে চিঁড় ধরা পড়েছে। কিন্তু হাসপাতাল থেকে তাঁকে বাড়ি চলে যেতে বলা হচ্ছে। আমরা মনোজবাবুকে কল্যাণীর এইমসে ভর্তি করছি। যদিও বেসরকারি হাসপাতালের তরফে জানানো হয়েছে, দুপুর পৌনে ২টো নাগাদ বিজেপি বিধায়কদের হাসপাতালে আনা হয়েছিল। তাঁদের প্রয়োজনীয় চিকিৎসা করা হয়েছে।