মিউচুয়াল ফান্ডের মূলধনের ওপর অর্জিত লাভের ওপর টিডিএস দিতে হবে না। বাজেটে মিউচুয়াল ফা্ন্ড সংক্রান্ত ঘোষণার পর থেকেই এই নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছিল। এবার স্পষ্টীকরণ দিল সেন্ট্রাল বোর্ড অফ ডিরেক্ট ট্যাক্স (সিবিডিটি)। বাজটে জানানো হয়েছে এবার থেকে ৫০০০ টাকার ওপর ডিভিডেন্ডের ওপর টিডিএস দিতে হবে। কিন্তু এটা ক্যাপিটাল গেইনসের ওপর প্রযোজ্য হবে না বলে জানিয়েছে সিবিডিটি। প্রয়োজনে আইনেও এই স্পষ্টীকরণ যোগ করা হবে বলে জানিয়েছে সিবিডিটি। ফিনান্স বিলে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে ডিডিটি লুপ্ত করেছে। এর ফলে ডিভিডেন্ডের ওপর ট্যাক্সের বোঝা এখন কোম্পানিদের থেকে শেয়ারহোল্ডারদের ওপর পড়ল। গোদের ওপর বিষফোঁড়ার মতো অনেকে ভেবেছিল হয়তো এবার মূলধনের লাভের ওপরেও কর দিতে হবে। সেই আশংকা নির্মূল করল আয়কর দফতর।