বারাণসীতে শিব-থিমযুক্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী
Updated: 23 Sep 2023, 04:27 PM IST Sanjib Halder 23 Sep 2023 PM Narendra Modi, cricket stadium in Varanasi, Board of Control for Cricket in India, Uttar Pradesh Cricket Association, Lord Shiva-themed international cricket stadium, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বারাণসীতে শিব-থিমযুক্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, শিব-থিমযুক্ত আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, সচিন তেন্ডুলকর, sachin tendulkarপ্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, প্রাক্তন ক্রিকেটার সুনীল গাভাসকর, সচিন তেন্ডুলকর, রবি শাস্ত্রী, দিলীপ বেঙ্গসরকার এবং কপিল দেব সহ অন্যান্যরা।
পরবর্তী ফটো গ্যালারি