সিএনবিসি ডট কমের এক রিপোর্ট অনুযায়ী, বিরাট পুমা ইন্ডিয়ার সঙ্গে তাঁর দীর্ঘ দিনের সম্পর্ক ভাঙতে চলেছেন। আট বছর পুমার সঙ্গে একসঙ্গে থাকার পরে বিরাটের এমন সিদ্ধান্তে অনেকেই বেশ হতচকিত হয়েছেন। তবে পুমার তরফে খবরটি অস্বীকার করা হয়েছে।
বিরাট কোহলি।
শুভব্রত মুখার্জি: ভারত তথা বিশ্ব ক্রিকেটের অন্যতম বড় তারকা বিরাট কোহলি। ক্রিকেটের তিন ফর্ম্যাটেই ব্যাট হাতে সমান সাবলীল প্রাক্তন ভারতীয় অধিনায়ক। দেশ হোক কিংবা বিদেশের মাটি সব ক্ষেত্রেই তাঁর পারফরম্যান্স নিঃসন্দেহে উজ্জ্বল। স্বাভাবিক ভাবেই বিজ্ঞাপনের বাজারে তাঁর দর যেমন আকাশছোঁয়া, তেমনই তাঁকে নিয়ে চলতে থাকে দড়ি টানাটানিও। নিজেদের ব্র্যান্ডের প্রোমোশন বা মার্কেটিংয়ে সবাই চায়, বিরাট কোহলি তাদের মুখ হোন।তবে তারা চাইলে কী হবে, প্রাক্তন ভারত অধিনায়ক কিন্তু এই সব ক্ষেত্রে ভীষণ সাবধানী। কোন ব্র্যান্ডের প্রোমোশন তিনি করবেন, বা করবেন না, তা নিয়ে বেশ খুঁতখুঁতে তিনি। আর তাই এবার ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী প্রতিষ্ঠানের সঙ্গে ১১০ কোটি টাকার বিপুল অর্থের চুক্তি বাতিলের পথে হাঁটতে চলেছেন কোহলি।
বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে রয়েছেন বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে তিনি ছুটি নিয়েছেন। অনেকেই বলছেন, বিরাট, অনুষ্কার দ্বিতীয় সন্তান আর কিছু দিনের মধ্যেই নাকি আসতে চলেছে। আর সেই কারণেই নাকি বিরাট এখন ছুটি নিয়েছেন। দেশের মাটিতে চলতি ইংল্যান্ড সিরিজের প্রথম দু'টি ম্যাচে তাঁকে এই কারণেই পায়নি ভারতীয় দল। চলতি সিরিজে আপাতত ১-১ ফলে সমতায় রয়েছে দুই দল। এমন পরিস্থিতিতে বিরাট এই সিরিজে আদৌও খেলবেন কিনা, বা খেললে কবে খেলবেন, তা একেবারেই নিশ্চিত না। তিনি কোথায় রয়েছেন বা কী করছেন, সেই বিষয়েও স্পষ্ট করে ধারণা দিতে পারছে না বিশেষজ্ঞ মহল।