বাংলা নিউজ > ক্রিকেট > বিশ্বকাপ > PAK vs AUs, ICC WC Warm-Up Match: ভাইরাল ওয়ার্ম ম্যাচে পাকিস্তানের মিস ফিল্ডিংয়ের ভিডিয়ো, ফুট কাটতে ছাড়লেন না ধাওয়ান
পরবর্তী খবর
PAK vs AUs, ICC WC Warm-Up Match: ভাইরাল ওয়ার্ম ম্যাচে পাকিস্তানের মিস ফিল্ডিংয়ের ভিডিয়ো, ফুট কাটতে ছাড়লেন না ধাওয়ান
৩ অক্টোবর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচের সময়ে ফিল্ডিং করছিলেন মহম্মদ নওয়াজ এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। দুই ফিল্ডার একটি বল বাঁচাতে গিয়ে ভাবতে বসেছিলেন, কে ঝাঁপাবেন। সেই ভাবনা তাঁরা ভাবতে ভাবতেই দুই জনের মাঝখান দিয়ে বল বেরিয়ে চলে যায়। অতিরিক্ত রান তারা বাঁচাতে পারেননি।
পাকিস্তানের মিস ফিল্ডিং দেখে হেসে গড়ালেন শিখর ধাওয়ান।
শুভব্রত মুখার্জি: ওডিআই বিশ্বকাপ খেলতে ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছে গিয়েছে পাকিস্তান দল। ইতিমধ্যেই হায়দরাবাদ পৌঁছে নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম আপ ম্যাচেও খেলেছেন বাবর আমজমরা। মঙ্গলবারেই তারা তাদের দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদেই মুখোমুখি হয়েছিল অস্ট্রেলিয়ার। সেই ম্যাচেই ফিল্ডিং করার সময়ে জঘন্য একটি ভুল করে বসেন পাকিস্তান দলের দুই ক্রিকেটার। আর তারপরেই এক্সে (টুইটারের নতুন নাম) পাক দলের ফিল্ডিং নিয়ে হালকা চালে কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন ভারতের হয়ে একদা নিয়মিত খেলা বাঁহাতি ক্রিকেটার শিখর ধাওয়ান।
প্রসঙ্গত ক্রিকেট ইতিহাসে পাকিস্তান দলের ফিল্ডিং করার সময়ে এমন কিছু মুহূর্ত রয়েছে, যা সমর্থকদের হাসির উদ্রেক করেছে সব সময়েই। এমন আরও একটি ঘটনার পুনরাবৃত্তি ঘটল হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। ৩ অক্টোবর এই স্টেডিয়ামেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচ খেলার সময়ে ঘটে এই ঘটনা। ফিল্ডিং করছিলেন মহম্মদ নওয়াজ এবং মহম্মদ ওয়াসিম জুনিয়র। দুই ফিল্ডার একটি বল বাঁচাতে গিয়ে ভাবতে বসেছিলেন, কে ঝাঁপাবেন। সেই ভাবনা তাঁরা ভাবতে ভাবতেই দুই জনের মাঝখান দিয়ে বল বেরিয়ে চলে যায়। অতিরিক্ত রান তারা বাঁচাতে পারেননি।
সেই ঘটনা নিয়েই হালকা চালে কটাক্ষ ছুড়ে দিয়েছেন শিখর ধাওয়ান। এক্সে ধাওয়ান লিখেছেন, ‘পাকিস্তান অ্যান্ড ফিল্ডিং নেভার এন্ডিং লাভ স্টোরি।’ অর্থাৎ পাকিস্তানের সঙ্গে ফিল্ডিংয়ের না শেষ হওয়া ভালোবাসা।