‘যখন করণ (করণ জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) আমাকে ড্রেসটা দিল, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওঁরা বলল, নাহ এটা আসলে রানির জন্য। উনি শুনে ভয় পেয়ে গিয়েছিলেন।’
রানি মুখোপাধ্যায়, 'কুছ কুছ হোতা হ্যায়'
'কুছ কুছ হোতা হ্যায়'-এর সেই সুপারহিট গান, শাহরুখ-কাজল আর রানি-র ‘কোয়ি মিল গ্যয়া’। গানের সঙ্গে একটা ভীষণই ছোট্ট ড্রেসে নাচতে দেখা যায় রানিকে। সম্প্রতি সেই ছোট্ট পোশাকে নেচে স্টেজ জমিয়ে দেওয়া প্রসঙ্গে মুখ খুলেছেন রানি মুখোপাধ্যায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন কাজল ও রানি। বলিপাড়ার এই দুই তারকা, সম্পর্কে আবার কিনা দুই বোন।
কাজল বলেন, ‘আমি প্রথমে দেখে ভেবেছিলাম, নড়াচড়া করতে পারবে বলে মনে হচ্ছে না। তারপর দেখলাম ও দিব্যি নাচল, মুগ্ধ হয়েছিলাম।’ এরপরই রানিকে কাজল প্রশ্ন করেন, ‘কী করে করলে?’ উত্তর দিতে গিয়ে রানি মুখোপাধ্যায় বলেন, ‘আমি নিজেও জানি না কভাবে করলাম। শুধু স্রোতে ভেসে করে ফেলেছিলাম। তখন আমার বয়স মাত্র ১৭, তার আগে আমি কখনও এত ছোট স্কার্ট পরিনি।’
রানি বলেন, ‘যখন করণ (করণ জোহর) ও মণীশ (মণীশ মালহোত্রা) আমাকে ড্রেসটা দিল, তখন সেটা ছিল একটা গাউন। এরপর সেটা সেটে পৌঁছানো পর্যন্ত ক্রমাগত ছোট হতে থাকে। পোশাকটি যখন সেটের সিনেমাটোগ্রাফার দেখলেন, উনি বলেছিলেন, ও এটা বুঝি বেবি সানার পোশাক! ওঁরা বলল, নাহ এটা আসলে রানির জন্য। উনি শুনে ভয় পেয়ে গিয়েছিলেন।’