বিখ্যাত অভিনেত্রী তথা বিগ বস খ্যাত শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুর খবর সকলকে অবাক করে দিয়েছিল। শেফালির মৃত্যুতে তাঁর ভক্তরা এবং পরিবারের সদস্যরা ভেঙে পড়েছিলেন। ২৭ জুন রাতে শেফালি মারা যান। রাতে শেফালির স্বাস্থ্যের অবনতি হয়, তার পর নায়িকার স্বামী পরাগ ত্যাগী তাঁকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। শেফালির মৃত্যুর কারণ হৃদরোগ বলেই জানা যায়। শেফালির মৃত্যুর পর পাপারাৎজিরা তাঁর মুম্বইয়ের বাড়ির সামনে জড়ো হয়েছিল। সেই সময় তাঁর স্বামী অভিনেতা পরাগ ত্যাগীকে তাঁদের পোষা কুকুরটিকে নিয়ে হাঁটতে হাঁটতে দেখা যায়। তাঁর সেই ভিডিয়ো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এই ভাইরাল ভিডিয়োটি দেখে অনেক নেটিজেনেরই মন খারাপ হয়ে যায়। তবে এই নিয়ে অনেকে আবার বিরূপ মন্তব্যও করেন। আবার অনেকে পরাগের গোপনীয়তা লঙ্ঘনের জন্য দর্শকরা সমালোচনাও করেছেন। শেফালির ‘বিগ বস ১৩’-এর হাউসমেট তথা অভিনেতা বন্ধু পরশ ছাবড়া এবার এই ভিডিয়োটি সম্পর্কে মুখ খুললেন। করলেন তীব্র প্রতিবাদ।
আরও পড়ুন: টুকটুকে লাল বেনারসী, মাথায় মুকুট, পালকী চড়ে শোভাযাত্রায় 'রাণী ভবাণী' রাজনন্দিনী!
আইএএনএসকে দেওয়া এক সাক্ষাৎকারে, পরশ ছাবড়া শেফালি জারিওয়ালার মৃত্যুর দিন পরাগ ত্যাগী কেন তাঁদের কুকুরকে বেড়াতে নিয়ে গিয়েছিলেন সেই সম্পর্কে মুখ খুললেন। তিনি বলেন, ‘শেফালি এবং পরাগ তাঁদের পোষ্যকে খুব ভালোবাসতেন। ওই পোষ্য ওঁদের পরিবারের সদস্য। তিন জন একসঙ্গে একটা বাড়িতে থাকত এবং ওঁদের মধ্যে একজন হঠাৎ চলে গেল। এই পরিস্থিতিতে, আপনাদের পরাগের মানসিক অবস্থাটা বোঝা উচিত। ও পোষ্যটিকে আরও কাছে রাখতে চাইবে। একই সঙ্গে ভয়ও কাজ করবে। অনেকেই হয়তো এটা অদ্ভুত মনে করতে পারেন, কিন্তু যেহেতু আমি ওঁদের খুব কাছ থেকে জানি, তাই আমি ওঁর মনস্তত্ত্ব বুঝতে পেরেছি। তাছাড়া, ওঁদের পোষ্যরও বয়স অনেকটা বেড়ে গিয়েছে। ঠিকমতো দেখতে পায় না। তাই ওর প্রতি পরাগের দায়িত্ব আরও বেড়ে গিয়েছে।’
পরশ আরও বলেন, ‘কুকুররা খুব সংবেদনশীল কিছু ভুল হলেই ওঁরা অনুভব করতে পারে। সেও জানত যে শেফালি আর নেই। ওকেও দেখে মনে হচ্ছিল ও কষ্ট পেয়েছে। তাই ওর চলে যাওয়াতে প্রভাবিত হয়েছিল।’ ২৭ জুন যখন পরশ শেফালির বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পৌঁছেছিলেন তখন তিনি পরাগের গোপনীয়তা ভাঙার জন্য পাপারাৎজিদের তিরস্কারও করেছিলেন। একটা ভাইরাল ভিডিয়োয় দেখা যায়, পরশ রেগে গিয়ে প্যাপদের বলেছিলেন, ‘আপনারা কুকুরটিকে নিয়ে যে খবর সামনে এনেছেন সেটা একদমই ভালো করেননি। কুকুর নিয়ে সকালে ঘুরে বেড়াচ্ছেন, তাহলে কী করত ওই মানুষটা? খুব খারাপ খবর বানান আপনারা।’
আরও পড়ুন: 'চোখ দুটো অসম্ভব সুন্দর…', কাকে জড়িয়ে ধরে মনের কথা জানালেন জিতু? ফাঁস ভিডিয়ো
বিগ বস-এর শোয়ের পরেও যে কয়েকজন সেলিব্রিটি একে অপরের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন, তাঁদের মধ্যে পরশ এবং শেফালি ছিলেন অন্যতম।