পরবর্তী খবর
বাংলা নিউজ > বায়োস্কোপ > কাকে বিয়ে করছে নোলক? 'গোধূলি আলাপ'-এ নতুন চমক!
লাল টুকটুকে বেনারসিতে কনে সেজে সাতপাক ঘুরছে নোলক।কিন্তু সঙ্গে অরিন্দম নয় বর হিসেবে রয়েছে অন্য একজন। তাহলে কী সত্যি সত্যি নোলক আর অরিন্দমের বিচ্ছেদ হয়ে গেল! নাহ্ একদমই নয়। গোটা ঘটনাটাই অরিন্দমের দুঃস্বপ্ন।
ঘুমের মধ্যে নোলককে নিয়ে খারাপ স্বপ্ন দেখেছে অরিন্দম। তবে এই স্বপ্নই অরিন্দমকে বোঝাবে নোলকের প্রতি তার ভালবাসার অনুভূতির কথা। সোমবার থেকে 'গোধূলি আলাপ'-এ শুরু হয়েছে 'সাত দিনে সাত চমক' সপ্তাহ। এই মুহূর্তে 'গোধূলি আলাপ'-এ রায় বাড়ির দুই ছেলের বিয়ের তোড়জোড় চলছে। কিন্তু লোকলজ্জার খাতিরে অরিন্দম বিয়ে করতে নারাজ।সে চায় নোলক তার মনের মত বর পাক।
এইসবের মধ্যেই অরিন্দমের নোলকের সঙ্গে অন্য কারোর বিয়ের স্বপ্ন দেখার ঘটনা আসলে কী নোলক-অরিন্দমের ভালবাসার প্রথম ধাপ? অধীর আগ্রহে অপেক্ষা করছেন দর্শকরা।