আবার একটি অসামান্য ছবি নিয়ে আসতে চলেছেন অনুপম খের। একজন অটিস্টিক মেয়ের দেশের হয়ে লড়াই করার স্বপ্ন কিভাবে পূরণ হবে, সেই গল্প নিয়েই আসতে চলেছে তানভি দ্যা গ্রেট। আগামী ১৮ জুলাই বড় পর্দায় মুক্তি পাবে ছবিটি। ছবি মুক্তির আগে ৩০ জুন মুক্তি পেল ছবির অফিশিয়াল ট্রেলার।
ট্রেলার সম্পর্কে
ট্রেলারে প্রথমেই দেখা যাচ্ছে, এমন একটি মেয়েকে যে নিজের বাবাকে হারিয়েছে অনেক বছর আগে। মায়ের সঙ্গে থাকে সে। তবে অটিস্টিক হওয়ার দরুন তাকে দাদু মন থেকে মেনে নিতে পারে না। উত্তরাখণ্ডে দাদুর বাড়িতে বেড়াতে গিয়ে সে তার দাদুর বাড়িতে থাকে, সেখান থেকেই মূলত শুরু হয় গল্প।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
দাদু নাতনির বেশ মজার সম্পর্ক দেখতে পাওয়া যায় ট্রেলারে। তবে এর মধ্যেই আসে সেই দিন যেদিন অন্য আর্মি অফিসারদের সম্মান দেওয়া হলেও তার বাবাকে দেওয়া হয় না। ব্যাপারটা মানসিকভাবে নাড়িয়ে দেয় তাকে। এরপরেই সে ঠিক করে সেও দেশের হয়ে লড়াই করবে।
নাতনির এই সিদ্ধান্ত কিছুতেই মেনে নিতে পারেন না দাদু। শারীরিকভাবে অসুস্থ তানভি কিভাবে একজন আর্মি হবে তা নিয়ে সংশয় প্রকাশ করে সকলেই। তবে সমস্ত লড়াইয়ের শেষে সে কি নিজে লিখতে পারবে? স্বপ্ন পূরণ করতে পারবে? দেশের হয়ে লড়াই করতে পারবে? তানভির সেই লড়াইয়ের গল্পই দেখতে পাওয়া যাবে ছবিতে।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
অনুপম খের ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ, বোমান ইরানি, শুভাঙ্গি, পল্লবী জোশি, অরবিন্দ স্বামী। অনুপম খের প্রযোজিত এই ছবিটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী ১৮ জুলাই।