বর্তমানে তিনি টলিপাড়ার অন্যতম ব্যস্ততম অভিনেত্রী তিনি। ২৭ জুন ছিল তাঁর জন্মদিন, ৩৩ বছরে পা দিলেন রুক্মিণী মৈত্র। এবার জন্মদিনে জমিয়ে পার্টি করেছেন রুক্মিণী। নিজের জীবনের এই বিশেষ দিনে কাছের মানুষ, বন্ধু-বান্ধব আর বেশকিছু গুরুত্ব ব্যক্তিত্বদের সঙ্গে পার্টি করেছেন রুক্মিণী। সেই পার্টিতে মা, হবু শাশুড়ি মা, দেব সহ ছিলেন আরও অনেকেই। এসেছিলেন পরিচালক অভিজিৎ সেন, সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতো ব্যক্তিত্বরাও। সেই ছবি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন দেব।
তবে জন্মদিনেরই রাতে আরও একবার পাটি করেন রুক্মিণী। তবে সেখানে ছিলেন অভিনেত্রীর কাছের মানুষরা। তবে রুক্মিণীর জন্মদিনে মধ্যমণি যাঁরা ছিলেন, তাঁরা হলেন অভিনেত্রীর দিদা-দাদু। অভিনেত্রী নিজেই তাঁর জন্মদিনের পার্টির নায়ক-নায়িকার ছবি ও ভিডিয়ো পোস্ট করেছেন। তারই দুটি ছবিতে বৃদ্ধা দিদা-দাদুর (অভিনেত্রীর মায়ের বাবা-মা) সঙ্গে দেখা গিয়েছে রুক্মিণী ও তাঁর দাদাকে। শেষ ভিডিয়োতে বর্ষীয়ান দিদাকে নাতনির সঙ্গে নাচতে দেখা গিয়েছে।
সেই ভিডিয়ো পোস্ট করে রুক্মিণী লেখেন, ‘ছবি ও ভিডিয়ো পোস্ট করে রুক্মিণী লিখেছেন, এই জন্মদিনটি অনেক কারণেই আমার কাজ স্পেশাল, আর চিরকাল এটা স্মরণীয় হয়ে থাকবে। সবথেকে ভালো ছিল আমার দিদা-দাদুর সঙ্গে আমি জন্মদিনের রাত কাটিয়েছি। যাঁরা প্রথমবার আমার জন্মদিন উদযাপন করার জন্য এসেছিলেন, তাও সেটা কোভিডের ৪ বছর পর! রাতের শেষে আনন্দে আমি তাই কেঁদেই ফেললাম। আপনাদেরও সমস্ত ভালবাসা এবং শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনারা সবাই সত্যিই আমার আশীর্বাদ! সত্যিই এটা আমার শুভ জন্মদিন!’
জন্মদিনে দীক্ষা নামক একটি সংস্থার হাত ধরে ছোট ছোট শিশুদের জন্য নিজের ছবি 'বুমেরাং' দেখার ব্যবস্থা করেন রুক্মিণী মৈত্র। সেদিন শিশুদের সকলের সঙ্গে বসে অভিনেত্রী সিনেমা দেখেন এবং সিনেমার শেষে জমিয়ে আড্ডাও দেন সেই সমস্ত শিশুদের সঙ্গে। সেসময় রুক্মিণীর সঙ্গে হাজির ছিলেন ভাইঝি আমাইরা। সবমিলিয়ে জন্মদিনটা মন্দ কাটেনি রুক্মিণী মৈত্রর।