বাংলা নিউজ > বায়োস্কোপ > Param-Piya: 'রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে...' পরমপিয়া বিয়ে করায় বিপাকে অনুপম হাজরা! গায়কের ভাগের সমবেদনা পাচ্ছেন তিনি
পরবর্তী খবর
Param-Piya: 'রায়কে পাঠাতে গিয়ে হাজরাকে...' পরমপিয়া বিয়ে করায় বিপাকে অনুপম হাজরা! গায়কের ভাগের সমবেদনা পাচ্ছেন তিনি
1 মিনিটে পড়ুন Updated: 29 Nov 2023, 08:30 PM ISTSubhasmita Kanji
Anupam Hazra on Param-Piya: অনুপম রায়ের জন্য লেখা বার্তা যাচ্ছে অনুপম হাজরার কাছে! পরমব্রত পিয়া বিয়ে করার বিপাকে পড়েছেন বিজেপি নেতা।
পরমপিয়া বিয়ে করায় বিপাকে অনুপম হাজরা!
২৭ নভেম্বর ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সেরেছেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী। আর তারপর থেকেই বিপাকে পড়েছেন বিজেপি নেতা অনুপম হাজরা! যাঁর সঙ্গে পরমপিয়ার দূর দূর পর্যন্ত কোনও সম্পর্ক নেই তিনি আচমকা কেন বিপদে পড়লেন ওঁরা বিয়ে করায়? সাংবাদিক সম্মেলনে কী জানালেন অনুপম হাজরা?
পরমপিয়া বিয়ে করায় বিপাকে অনুপম হাজরা
পিয়া চক্রবর্তী আদতে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী। ২০২১ সালে তাঁরা আলাদা হয়ে যান। ছয় বছরের সম্পর্ক ভেঙে ডিভোর্স করেন তাঁরা। তখনই শোনা গিয়েছিল পরমব্রত চট্টোপাধ্যায়ের সঙ্গে বিশেষ সম্পর্কে জড়িয়েছেন পিয়া চক্রবর্তী। যদিও তখন সেই কথা রীতিমত উড়িয়ে দেন অভিনেতা। জানান তাঁরা কেবল বন্ধুই। কিন্তু মাত্র দু বছরের মধ্যেই তাঁরা বিয়ে করে সকলকে চমকে দিয়েছেন। এরপরই সোশ্যাল মিডিয়ায় ঝড় বইছে। সকলেই অনুপমের ব্যথায় যেন সমব্যথী। গালমন্দ করছেন নবদম্পতিকে। এর মধ্যেই সান্ত্বনা পাচ্ছেন অনুপম হাজরা! কেন? আসলে অনেকেই তাঁর সঙ্গে অনুপম রায়কে গুলিয়ে ফেলেছেন। সেই জন্যই তিনি সাংবাদিক সম্মেলন ডেকে সেই ভুল ধরিয়ে দিলেন।