প্রায়শই খবরের শিরোনামে আসে বিকাশ খান্নার নাম। মাস্টার শেফ ইন্ডিয়া নামক একটি অনুষ্ঠানের সুবাদে আজ আরও বেশি পরিচিতি বেড়েছে বিকাশের। শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্তরেও তিনি একজন অসাধারণ শেফ হিসাবে নিজেকে প্রমাণ করেছেন বারবার। তবে এবার একেবারে অন্যরকম একটি কারণেই লাইমলাইটে এলেন তিনি।
আরও পড়ুন: 'সলমন খান চুপি চুপি আমার পানীয়তে অ্যালকোহল মেশানোর চেষ্টা করেছেন', বিস্ফোরক সোনু সুদ
আরও পড়ুন: ‘শ্বেতা পাক্কা স্ত্রী, ও শ্যুটিং করে আর রুবেলকে নিয়ে থাকে’, পর্দার বউয়ের বিয়ে! উত্তেজিত রণজয়
গত মাসের শুরুর দিকে বিকাশ খান্নার নিউইয়র্ক রেস্তোরাঁয় এসেছিলেন হলিউড তারকা অ্যান হ্যাথওয়ে। প্রাথমিক আলাপচারিতার পর অভিনেত্রীকে সৌজন্যমূলক কিছু উপহার দেন বিকাশ। বিকাশ যে উপহারগুলি দেন তার মধ্যে ছিল একটি হস্তশিল্পের মার্বেল বাক্স, মনিকা সাইগালের লেখা কিস ইন কাশ্মীর এবং একটি মাইসোর স্যান্ডেল সোপ।
৯০ দশকের যে সমস্ত মানুষ রয়েছেন তারা খুব ভালো করেই চিনতে পারবেন এই সাবানটিকে। একটা সময় মানুষের মধ্যে মাইসোর সাবানটির চাহিদা ছিল ভীষণ। এই সাবানটির গন্ধ আপনাকে মাতোয়ারা করে দেবে। যদিও বর্তমানে হাজার হাজার ব্যান্ডের মধ্যে কোথাও হারিয়ে গেছে এই ব্র্যান্ডটি। তবে আবার বিকাশ খান্নার হাত ধরে লাইমলাইটে এল এই সাবানের ব্র্যান্ড।
বিকাশের এই উপহারের পোস্ট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর মাইসোর স্যান্ডেল কোম্পানির তরফ থেকে বিকাশকে ধন্যবাদ জানিয়ে একটি পোস্ট করা হয়। বিকাশের উদ্দেশ্যে কোম্পানির তরফে লেখা হয়, অভিনেত্রী অ্যান হ্যাথওয়েকে মাইসোর স্যান্ডেল সাবান উপহার দেওয়ার জন্য ভীষণ ভীষণ ধন্যবাদ।
আরও পড়ুন: 'স্বজনপ্রীতি বন্ধ করুন', বলিউডের নেপোটিজম নিয়ে সরব গোবিন্দা-পত্নী সুনীতা!
প্রসঙ্গত, হলিউড অভিনেত্রী অ্যান হ্যাথওয়ের অভিনয়ের প্রশংসা করে বিকাশ বলেন, ওঁর প্রত্যেকটি সিনেমা যে কতবার আমি দেখেছি তা বলার বাইরে। ওঁর সংলাপ, ওঁর হাসির আমি গুনমুগ্ধ ভক্ত। আজ এই উপহারগুলি ওঁকে দিতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি।