বাংলা নিউজ > বায়োস্কোপ > Javed Ali:টুপি পরে ওয়াজু সারার পরই জাভেদকে কুন ফায়া কুন রেকর্ড করার অনুমতি দেন রহমান! গায়ক বললেন, 'মনে হচ্ছিল যেন...'
পরবর্তী খবর
Javed Ali:টুপি পরে ওয়াজু সারার পরই জাভেদকে কুন ফায়া কুন রেকর্ড করার অনুমতি দেন রহমান! গায়ক বললেন, 'মনে হচ্ছিল যেন...'
1 মিনিটে পড়ুন Updated: 06 Jan 2024, 12:43 PM ISTSubhasmita Kanji
Javed Ali on AR Rahman: রকস্টার ছবির অন্যতম হিট গান হল কুন ফায়া কুন। এই ছবির গানটি গেয়েছিলেন জাভেদ আলি। কিন্তু তার আগে কী ঘটনা ঘটেছিল?
ওয়াজু সারার পরই জাভেদকে কুন ফায়া কুন রেকর্ড করার অনুমতি দেন রহমান!
এআর রহমান মানেই কিছু মাস্টারপিস গান যা শুনলে চুপচাপ খালি শুনেই যেতে ইচ্ছে করে। তাঁর কম্পোজ করা অন্যতম সুন্দর গান হল রকস্টার ছবির কুন ফায়া কুন গানটি। রহমানের কম্পোজ করা এই গানটি গেয়েছিলেন জাভেদ আলি। কিন্তু জানেন কি এই গান গাওয়ার আগে কী কী ঘটনা ঘটেছিল? সম্প্রতি একটি সাক্ষাৎকারে সেই অভিজ্ঞতাই ভাগ করে নিলেন গায়ক।
কুন ফায়া কুন গাওয়ার আগে কী ঘটেছিল?
রকস্টার ছবিটিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল রণবীর কাপুরকে। তাঁর উপর চিত্রায়িত এই গানটির কথা লিখেছেন ইরশাদ কামিল। গানটি গেয়েছিলেন জাভেদ আলি, রহমান, মোহিত চৌহান এবং নিজামি ব্রাদার্স।
সম্প্রতি দ্য মিউজিক পডকাস্টকে দেওয়া সাক্ষাৎকারে জাভেদ আলি জানালেন তিনি অন্যান্য গানগুলো যেভাবে রেকর্ড করেন সেভাবেই রেকর্ড করার জন্য প্রস্তুত ছিলেন। কিন্তু রহমান তাঁকে বোঝান যে এটা কেবল একটা গান নয় প্রার্থনা। তিনি সেই গানটি রেকর্ড করার স্মৃতি হাতড়ে বললেন, 'আমার কুন ফায়া কুন গাওয়ার স্মৃতি এখনও মনে আছে। আমি ওখানে দাঁড়িয়ে ছিলাম, রেকর্ড করার জন্য একদম প্রস্তুত। তখনই উনি (রহমান) আমায় জিজ্ঞেস করলেন তুমি ওয়াজু করেছ? তারপর তিনি আমায় বলেন আগে ওটা করে নাও প্লিজ। তারপর আমি মন দিয়ে ওয়াজু করি, মাথায় ফেইজ টুপি পরি তারপর গান গাই।'
জাভেদ আরও জানান তাঁরা যখন এই গানটি রেকর্ড করছিলেন তখন চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল। কেবল একটি মোমবাতি জ্বলল। গায়কের কথায়, 'গোটা স্টুডিয়ো অন্ধকার হয়ে গিয়েছিল। খালি একটা মোমবাতি জ্বলছিল। আর ওখানে তখন কেবল আমি, ইরশাদ সাহেব এবং রহমান স্যার ছিলাম। আমরা যখন গানটি গেয়েছিলাম তখন মনে হচ্ছিল আমরা যেন প্রার্থনা করছি। শ্রোতারাও গানটি শুনে সেটাই অনুভব করবে। আমি আজও যখন গানটি গাই কোথাও এখন মাথা ঢেকে তারপর গাই।'