শনিবারই বিকেল ৬টার স্লটে আসার কথা ঘোষণা করা হয়েছে বালিঝড় ধারাবাহিকের ৬ ফেব্রুয়ারি থেকে। নবাব নন্দিনী হয় বন্ধ হবে নয় দেওয়া হবে অন্য সময়ে। চ্যানেলের সিদ্ধান্তে মুখ খুললেন ইন্দ্রাণী পাল।
শনিবারই সামনে এসেছে স্টার জলসার নতুন ধারাবাহিক ‘বালিঝড়’-এর সম্প্রচারের সময় ও তারিখ। আর সকলকে অবাক করে দিয়ে দেওয়া হয়েছে সন্ধে ৬টার স্লট। প্রাথমিক ভাবে মনে করা হয়েছিল যে হয়তো জগদ্ধাত্রীর টক্কর হিসেবেই আনা হবে বালিঝড়কে। কিন্তু তা হল না। বসানো হল মিঠাই-এর বিপরীতে। তবে নবাব নন্দিনী ধারাবাহিক শেষ হচ্ছে না বন্ধ তা এখনও নিশ্চিত জানানো হয়নি। ৬ ফেব্রুয়ারি থেকে আসবে তৃণা-কৌশিক-ইন্দ্রাশিসের বালিঝড়।
মিডিয়ার তরফে ‘নবাব নন্দিনী’ সিরিয়ালের নায়িকা ইন্দ্রাণী পালের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তো আকাশ থেকে পড়েন। জানান এসবের কোনও কিছুই তাঁর জানা ছিল না। ইন্দ্রাণীর কথায়, ‘চ্যানেল কর্তৃপক্ষ আমাদের কিছুই জানায়নি এখনও। তবে বন্ধ হওয়ার সম্ভাবনা হয়তো কম। সম্প্রচারণের সময় বদলে যেতে পারে। রেটিং চার্টে বরাবরই ভালো ফল করেছে এসভিএফ-এর এই ধারাবাহিক।’ প্রসঙ্গত, ইন্দ্রাণীর আগের ধারাবাহিক বরণও কিন্তু বছর ঘোরার আগেই বন্ধ হয়েছিল। আরও পড়ুন: যা বাহুবলী-কেজিএফ পারেনি তা করে দেখাল পাঠান, চার দিনে ভারতের বাজারে আয় ২০০ কোটি
মিঠাই বিকেল ৬টার স্লট পাওয়ার পর থেকেই প্রতিযোগিতায় মার খাচ্ছে নবাব নন্দিনী। একবারও বেশি টিআরপি আনতে পারেনি। ফলত কোনও ঝুঁকিই নিতে রাজি নয় স্টার জলসা। এখন দেখার সরিয়ে কোন স্লটে পাঠানো হয় ধারাবাহিককে। নাকি সাত তাড়াতাড়ি বন্ধ করে দেওয়া হবে ধুলোকণা, আয় তবে সহচরী, সাহেবের চিঠির মতো। আরও পড়ুন: নীলের সঙ্গে বিচ্ছেদের খবর কি সত্যি? ডিভোর্স নিয়ে মুখ খুললেন তৃণা