৫ জুলাই, সারা বিশ্ব জুড়ে পালিত হচ্ছে উল্টো রথযাত্রা। আর এই রথযাত্রার উদযাপনে সামিল হয়েছিলেন বনি সেনগুপ্ত ও কৌশানি মুখোপাধ্যায়ও। টলিপাড়ার অন্যতম জনপ্রিয় জুটি বনি-কৌশানি। কেবল পর্দায় নয় বাস্তবেও তাঁরা বহু বছর ধরে যে সম্পর্কে রয়েছেন তা কারুর অজানা নয়। এবার দু'জন হাজির হয়েছিলেন ইসকনের রথ যাত্রায়। আর সেখানেই বনির গলায় মালা পড়ালেন নায়িকা!
কী ভাবছেন সত্যি সত্যি মালা বদল করলেন তাঁরা? তা কিন্তু নয়। বলিউড অনলাইনের শেয়ার করা একটি ভিডিয়োয় দেখা যায় তাঁদের। ইসকনের রথযাত্রায় অংশগ্রহন করা ভক্তবৃন্দরা এদিন গলায় মালা পরেন। সেই রীতি মেনেই বনি এবং কৌশানিও গলায় মালা পরলেন। আর কৌশানি নিজে মালা পরে, বনির গলাতেও মালা পরিয়ে দেন।
আরও পড়ুন: জন্মদিনের আগে ইনস্টাগ্রাম থেকে সব পোস্ট ডিলিট করলেন রণবীর, মুছলেন ডিপিও! ব্যাপার কী?
উল্টোরথে অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায় এবং বনি সেনগুপ্তকে দেখা যায় ইসকনে রথের দড়ি টানতে। তিনি একটি কালো রঙের শার্ট এবং একটি জিন্স পরেছিলেন। গলায় একটি বেগুনী রঙের উত্তরীয় ছিল। পাশেই ছিলেন বনি। অভিনেতা পরেছিলেন একটি সাদা রঙের কুর্তা এবং ধূসর রঙের প্যান্ট। দু'জনের গলায় ছিল মালা, চোখে ছিল রোদ চশমা।
প্রসঙ্গত, কিছুদিন আগেই তাঁরা ১০বছরের লাভ অ্যানিভার্সারি উদযাপন করেছেন। জানলে অবাক হবেন বনি-কৌশানির প্রেমের নেপথ্যে রয়েছেন রাজ চক্রবর্তী! কীভাবে জানেন? নানা তিনি প্রত্যক্ষ ভাবে কিছুই করেননি। কিন্তু তাঁর ছবি 'পারব না আমি ছাড়তে তোকে'-এর সূত্রেই প্রেম শুরু হয় এই তারকা জুটির।
আরও পড়ুন: ইশা, দিব্যজ্যোতিদের নিয়ে ইসকনের রথযাত্রায় সৃজিত! সোনার ঝাঁটা দিয়ে করলেন পথ পরিষ্কার
'পারব না আমি ছাড়তে তোকে' ছবির হাত ধরেই প্রথমবারের জন্য বিনোদন দুনিয়ায় পা রেখেছিলেন কৌশানি মুখোপাধ্যায়। এই ছবিতে কৌশানির বিপরীতে নজর কেড়েছিলেন বনি। সেই সময় তাঁদের এই জুটি বেশ মন জয় করে নিয়েছিল দর্শকদের। আর তারপর সেই পর্দার প্রেম গড়িয়েছিল বাস্তবে। হিন্দুস্তান টাইমস বাংলাকে বনি সেনগুপ্ত তাঁদের প্রেম প্রসঙ্গে বলেছিলেন, ‘রাজদার অফিসে ওর সঙ্গে আমার প্রথম দেখা, ওয়ার্কশপ করার সময়। প্রেম, ধীরে ধীরে শ্যুটিং করতে করতে শুরু হয়েছিল। যখন বুঝলাম যে ওকে আমি মিস করছি। বুঝতে পারি এটা ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু।'
এরপর আর বেশি ভাবেননি বনি। রায়চকে শ্যুটিং করতে গিয়ে কৌশানিকে প্রেম নিবেদন করে বসেন নায়ক। আর তাঁর থেকে প্রেমের এই প্রস্তাব পেয়ে আর না বলতে পারেননি কৌশানি। সম্পর্ক নিয়ে কখনও রাখঢাক করেনি তাঁরা। বরং অকপটে সকলের সামনে ধরা দিয়েছেন নানা মুহূর্তে। পাশাপাশি তাঁদের এই জুটি বড় পর্দায়ও দর্শকদের একাধিক প্রেমের ছবি উপহার দিয়েছে।