বাংলা নিউজ > বায়োস্কোপ > Raksha Bandhan: বক্স অফিসে রক্ষা পেল না 'রক্ষা বন্ধন'! অক্ষয়ের ছবির রোজগারের হাল কেমন
পরবর্তী খবর
Raksha Bandhan: বক্স অফিসে রক্ষা পেল না 'রক্ষা বন্ধন'! অক্ষয়ের ছবির রোজগারের হাল কেমন
1 মিনিটে পড়ুন Updated: 17 Aug 2022, 02:28 PM ISTSanchari Kar
Raksha Bandhan Box Office Collection: সপ্তাহান্তেও বিশেষ হেরফের লক্ষ্য করা যায়নি 'রক্ষা বন্ধন'-এর ব্যবসায়। শুক্র, শনি এবং রবি মিলিয়ে মাত্র ১৯.৯৬ কোটি টাকা আসে ছবির ভাঁড়ারে।
দর্শক মনে ছাপ ফেলতে পারনা ‘রক্ষা বন্ধন’।
সময় ভালো যাচ্ছে না অক্ষয় কুমারের। রাতদিনের প্রচার, দেশের নানা প্রান্তে ছুটে যাওয়া— সবই বৃথা। এত পরিশ্রম সত্ত্বেও শেষমেশ রক্ষা পেল না 'রক্ষা বন্ধন'। অন্তত বক্স অফিসের হিসেবনিকেশ বলছে তেমনটাই।
ছ'দিনে মাত্র ৩৬.১২ কোটি টাকা তুলতে পেরেছে অক্ষয়ের 'রক্ষা বন্ধন'। ১১ অগস্ট মুক্তি পাওয়া আনন্দ এল রায় পরিচালিত ছবিটি শুরু থেকেই বক্স অফিসে ধুকছিল। প্রথম দিন দেশ জুড়ে মাত্র ৮.২০ কোটি টাকা ভাঁড়ারে আসে। সময় গড়াতেই অবস্থা আরও করুণ। বাণিজ্য বিশেষজ্ঞদের মতে, প্রায় ৮০ শতাংশ মতো কমেছে ছবির কালেকশন। মঙ্গলবার কোনও মতে ১.৬৫ কোটি টাকা ঘরে এনেছে ছবিটি।(আরও পড়ুন: আমিরের ‘লাল সিং চাড্ডা’ নাকি অক্ষয় অভিনীত 'রক্ষা বন্ধন', তৃতীয় দিনে এগিয়ে কে?)
সপ্তাহান্তেও বিশেষ হেরফের লক্ষ্য করা যায়নি 'রক্ষা বন্ধন'-এর ব্যবসায়। শুক্র, শনি এবং রবি মিলিয়ে মাত্র ১৯.৯৬ কোটি টাকা আসে ছবির ভাঁড়ারে। আশা ছিল, স্বাধীনতা দিবসে এই অঙ্ক কিছুটা বাড়বে। কিন্তু তেমন কিছুই হল না। সেই দিন ৬.৩১ কোটির ব্যবসা নিয়ে সন্তুষ্ট থাকতে হয় নির্মাতাদের।
গত জুনে মুক্তি পায় অক্ষয়ের 'সম্রাট পৃথ্বীরাজ'। সেই ছবিটিও বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে। তবে দেখা যাচ্ছে, ব্যবসার নিরিখে 'রক্ষা বন্ধন'-এর থেকে সামান্য হলেও এগিয়ে অক্ষয়ের পিরিয়ড ড্রামাটি। প্রথম সপ্তাহে সেটির ভাঁড়ারে এসেছিল প্রায় ৫৫ কোটি।(আরও পড়ুন: প্রথমদিন আমিরের কাছে হার, এ বছর অক্ষয়ের সবচেয়ে খারাপ শুরু!)