বাংলা নিউজ > বায়োস্কোপ > Randeep Hooda: সাভারকার হয়ে উঠতে জেলে নিজেকে বন্দি করে রাখেন রণদীপ! লেখেন, 'আমি ২০ মিনিটও পারিনি, আর উনি...'
পরবর্তী খবর
Randeep Hooda: সাভারকার হয়ে উঠতে জেলে নিজেকে বন্দি করে রাখেন রণদীপ! লেখেন, 'আমি ২০ মিনিটও পারিনি, আর উনি...'
1 মিনিটে পড়ুন Updated: 26 Feb 2024, 11:39 PM ISTSubhasmita Kanji
Randeep Hooda: মার্চের ২২ তারিখ মুক্তি পাচ্ছে স্বতন্ত্র বীর সাভারকার ছবিটি। এই ছবির মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করছেন রণদীপ হুডা।
সাভারকার হয়ে উঠতে জেলে নিজেকে বন্দি করে রাখেন রণদীপ!
রণদীপ হুডাকে আগামীতে বিনায়ক দামোদর সাভারকারের চরিত্রে দেখা যাবে স্বতন্ত্র বীর সাভারকার ছবিতে। এই ছবির মাধ্যমেই অভিনেতা পরিচালক হিসেবে ডেবিউ করতে চলেছেন। সম্প্রতি একটি নতুন পোস্ট করে ইনস্টাগ্রামে অভিনেতা জানিয়েছেন তিনি এই চরিত্রটি হয়ে ওঠার জন্য জেলে কাটিয়েছেন। কালাপানির যে ঘরে সাভারকারকে বন্দি বানিয়ে রাখা হয়েছিল সেখানে বসে থাকা অবস্থায় একাধিক ছবি এদিন ইনস্টাগ্রামে পোস্ট করেন রণদীপ। সেই পোস্টেই তিনি জানিয়েছেন যে তিনি কারাগারে নিজেকে বন্দি করে রেখেছিলেন যাতে তিনি অনুভব করতে পারেন যে জেলে সাভারকারের উপর কী গিয়েছে।
রণদীপের নতুন পোস্ট
বীর সাভারকারের মৃত্যুবার্ষিকীতে একটি নতুন পোস্ট করেন রণদীপ হুডা। সেখানে তাঁকে একটি কারাগারের বদ্ধ ঘরে দাঁড়িয়ে এবং বসে থাকতে দেখা যাচ্ছে। সেখানে তিনি সাভারকারের ছবির দিকে প্রণাম জানাতে দেখা যাচ্ছে। আরেকটি ছবিতে তিনি জেলের মেঝেতে বসে আছেন। একই সঙ্গে এই পোস্টে তিনি তাঁর আগামী ছবির পোস্টারও শেয়ার করেছেন।
এই পোস্টের ক্যাপশনে রণদীপ লেখেন, 'ভারত মাতার এক বীর সন্তানদের মৃত্যুবার্ষিকী আজ। নেতা, নির্ভীক স্বাধীনতা সংগ্রামী, লেখক, দার্শনিক বীর সাভারকার। উনি এতটাই বুদ্ধিদীপ্ত ছিলেন যে ব্রিটিশরা তাঁকে রীতিমত ভয় পেতেন। সেই জন্যই তাঁকে কালাপানির এই জেলের ৭ বাই ১১ ফুটের ঘরে বহু বছরের জন্য বন্দি করে রেখেছিল। এই ছবির রেইকির জন্য আমি এক জেলের ঘরে ঢুকেছিলাম উনি কিসের মধ্যে দিয়ে গেছেন সেটা অনুভব করার জন্য। আমি ২০ মিনিটও থাকতে পারিনি। আর উনি ১১ বছরের জন্য একাকী বন্দি ছিলেন।'
এই ছবিতে নাম ভূমিকায় দেখা যাবে রণদীপ হুডাকে। এখানে তিনি ছাড়াও আছেন অঙ্কিতা লোখান্ডে। ছবিটি লিখেছেন এবং পরিচালনা করেছেন রণদীপ নিজেই। স্বতন্ত্র বীর সাভারকার ছবিটির প্রযোজনা করেছেন আনন্দ পণ্ডিত মোশন পিকচার্স এবং রণদীপ হুডা ফিল্মস।