Samantha Ruth Prabhu: 'সিটাডেল'-এর প্রিমিয়ারে কো-অর্ড সেটের পোশাক থেকে সামান্থার পাঁজরের ট্যাটু পরিষ্কার দৃশ্যমান। বিচ্ছেদের দু-বছর পার করলেও এখনও পুরনো স্মৃতি আগলে রেখেছেন অভিনেত্রী। পাঁজরে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের নামের ট্যাটু এখনও রয়েছে।
প্রাক্তন স্বামীর নামের ট্যাটু পাঁজরে লিখে ঘুরছেন সামান্থা
রুশো ব্রাদার্সের গ্লোবাল স্পাই থ্রিলার 'সিটাডেল'-এ দেখা যাবে প্রিয়াঙ্কা চোপড়াকে। সিনেমায় নাদিয়া সিং এবং ম্যাসন কেনের ভূমিকায় দেখা যাবে প্রিয়াঙ্কা ও ‘গেম অফ থ্রোনস’ খ্যাত রিচার্ড ম্যাডেনকে। যাঁরা অভিজাত গুপ্তচর সংস্থার সদস্য। আগামী ২৮ এপ্রিল অ্যামাজন প্রাইম ভিডিয়োতে মুক্তি পাবে এই শো।
সদ্য লন্ডনে 'সিটাডেল'-এর প্রিমিয়ারে চাঁদের হাট। হাজির ছিলেন দেশ-বিদেশের নামী-দামী তারকারা। অভিনেত্রী সামান্থা রুথ প্রভুও হাজির ছিলেন শো-এর প্রিমিয়ারে। কালো কো-অর্ড সেট, ক্রপড টপ এবং একটি মিডি-লেংথ স্কার্টে গ্ল্যামারাস লুকে ধরা দিয়েছেন সামান্থা। তাঁর ছবি হু হু করে ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। আরও পড়ুন: বাসন্তীর ধন্নো ঘোড়াটার কথা মনে আছে? 'শোলে'র পর কোথায় সে
কো-অর্ড সেটের পোশাক থেকে সামান্থার পাঁজরের ট্যাটু পরিষ্কার দৃশ্যমান। নেটিজেনের চোখ এড়ানো দায়। অভিনেত্রী ছবির জন্য পোজ দিতেই ফাঁক থেকে বেরিয়ে এসেছে সেই ট্যাটু। নেটিজেনরা অবশ্য লক্ষ্য করেছেন, পাঁজরে প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের নামের ট্যাটু এখনও রয়েছে অভিনেত্রীর। বিচ্ছেদের দু-বছর পার করলেও এখনও পুরনো স্মৃতি আগলে রেখেছেন অভিনেত্রী। আরও পড়ুন: ২০ বছরে পা রাখলেন নাইসা, মেয়ের জন্মদিনে বিশেষ আয়োজন করলেন অজয়-কাজল