হাজারো ব্যস্ততার ফাঁকেও ছেলেমেয়েদের সময় দিতে ভোলেন না 'বাদশা'। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আর এবার মন্নতের ভিতরের মাঠে ছোট ছেলে আব্রামের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল শাহরুখকে। টিম শাহরুখ নামে একটি ফ্যানপেজের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে।
শাহরুখ-আব্রামের ফুটবল
কোভিড ও কোভিড পরবর্তী দীর্ঘ খরা কাটিয়ে বলিউডকে ফের সাফল্যের মুখ যিনি দেখিয়েছেন, তিনি হলেন ‘কিং খান’। দীর্ঘদিন পরে পর্দায় ফিরেও শুধুমাত্র নিজের করিশ্মাতেই ফের বলিউডকে ব্যবসায় ফিরিয়েছেন শাহরুখ। ২০২৩-এ মুক্তি পাওয়া শাহরুখের তিনটি ছবির ২টিই ব্লকবাস্টার, তৃতীয়টিও সুপার হিট। শেষবছরে একাই ১৬০০ কোটির ব্যবসা দিয়েছেন শাহরুখ। আর এবার নতুন বছরে নতুন ছবির প্রস্তুতি শুরুর পালা।
তবে হাজারো ব্যস্ততার ফাঁকেও ছেলেমেয়েদের সময় দিতে ভোলেন না 'বাদশা'। সুযোগ পেলেই পরিবারের সঙ্গে সময় কাটান তিনি। আর এবার মন্নতের ভিতরের মাঠে ছোট ছেলে আব্রামের সঙ্গে ফুটবল খেলতে দেখা গেল শাহরুখকে। টিম শাহরুখ নামে একটি ফ্যানপেজের তরফে সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ভিডিয়োতে শাহরুখ, আব্রাম সহ অন্যান্যদের সকলকে সাদা টি-শার্ট ও কালো প্যান্টে দেখা যাচ্ছে। শাহরুখ অবশ্য কালো শর্টস পরেছিলেন। তাঁর মাথার বড় চুল হেয়ার ব্যান্ড দিয়ে লাগানো। আব্রাম-শাহরুখের বল কাড়াকাড়ি দেখে মনে হল, দুজনে বিপরীত টিমে খেলছিলেন।