অনেকের কাছেই ডায়াবিটিস এখন এক মারাত্মক সমস্যা। এই সমস্যা যত তাড়াতাড়ি টের পাওয়া যায়, এবং এটির চিকিৎসা যত দ্রুত করা যায়, ততই ভালো। নাহলে ডায়াবিটিস অন্য নানা ধরনের অসুখের আশঙ্কা বাড়িয়ে দেয়। যা মৃত্যুর কারণও হয়ে দাঁড়াতে পারে।
তাই ডায়াবিটিস দ্রুত চিহ্নিত করা এবং নিয়মিত সেটির মাত্রা পরীক্ষা করা দরকার। এজন্য এত দিন পর্যন্ত একটি রাস্তাই জানা ছিল। তা হল রক্তপরীক্ষা। বাড়িতেও অনেকে ডায়াবিটিস বা রক্তে শর্করার পরিমাণ মাপতে এমন রক্তপরীক্ষার যন্ত্র ব্যবহার করেন। (আরও পড়ুন: ডায়াবিটিসের সমস্যায় ভুগছেন? পান করুন ঢ্যাঁড়স ভেজানো জল)
তবে কি না, এই যন্ত্র নিয়ে অনেকের অস্বস্তি রয়েছে। অনেকেই রক্ত দেখে সমস্যায় পড়েন। তাঁরা ডায়াবিটিসের পরীক্ষা করতেও পিছিয়ে যান। এই সমস্যা আটকানোর রাস্তা খুঁঝে পেয়েছে India Diabetes Research Foundation। সংস্থার এক গবেষণা থেকে জানা গিয়েছে, রক্ত পরীক্ষা ছাড়াই ডায়াবিটিস চিহ্নিত করা সম্ভব। (আরও পড়ুন: ধূমপান ডায়াবিটিসের সমস্যাও বাড়িয়ে দেয়, কাজের ঝুঁকি বেশি জানেন)
রক্তপরীক্ষা না করে কীভাবে চিহ্নিত করা যাবে ডায়াবিটিস?
গবেষক দলের দাবি, লালারস পরীক্ষা করেই ডায়াবিটিসের সমস্যা আছে কি না, তা বোঝা যেতে পারে। তবে তাঁরা এটিও জানিয়েছেন, এই পরীক্ষা সম্পূর্ণ নির্ভুল তথ্য দিচ্ছে কি না, তা জানার জন্য আরও বেশ কয়েক ধাপে পরীক্ষা দরকার। যদিও এখনও পর্যন্ত পাওয়া পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, তাঁরা আশানুরূপ ফলই পেয়েছেন। তাঁরা মনে করছেন এই গবেষণা সফল হলে অনেক সহজে টাইপ-২ ডায়াবিটিস চিহ্নিত করা যাবে। (আরও পড়ুন: ডায়াবেটিস রোগীদের ডায়েটে কোন ফলগুলি রাখা উচিত, কোনগুলি না খাওয়া ভাল জেনে নিন)