সোমবার ভারতে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬০ লাখের গণ্ডি ছাড়িয়ে গেল। সুস্থতার হার ৮২.৫৮ শতাংশ হলেও যা নিঃসন্দেহে রীতিমতো উদ্বেগজনক মাইলস্টোন। তবে কেন্দ্রের তরফে একাধিকবার দাবি করা হয়েছে, দেশের সাম্প্রতিক করোনা পরিস্থিতি অনুধাবনের ক্ষেত্রে সক্রিয় আক্রান্তের গুরুত্ব অত্যন্ত বেশি। সেই সক্রিয় আক্রান্তের নিরিখে কোন কোন রাজ্যে প্রথম দশে আছে দেখে নিন -
মহারাষ্ট্র : ভারতের সর্বাধিক করোনা প্রভাবিত রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা সবথেকে বেশি। সোমবার সকাল আটটা পর্যন্ত সেই রাজ্যের সক্রিয় আক্রান্তের সংখ্যা ২৭৩,৬৪৬। সবমিলিয়ে সেখানে মোট সংক্রমিতের সংখ্যা ১,৩৩৯,২৩২। সেরে উঠেছেন ১,০৩০,০১৫ জন। মৃত্যু হয়েছে ৩৫,৫৭১ জনের।
কর্নাটক : সক্রিয় আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানে আছে কর্নাটক। সেখানে সক্রিয় আক্রান্তের সংখ্যা ১০৪,৭৪৩। মোট আক্রান্তের সংখ্যা ৫৭৫,৫৬৬। সেরে উঠেছেন ৪৬২,২৪১ জন। মৃত্যু হয়েছে ৮,৫৮২ জনের।
অন্ধ্রপ্রদেশ : দক্ষিণ ভারতের আরও এক রাজ্যে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৬০,০০০-এর বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, অন্ধ্রপ্রদেশে এখনও ৬৪,৮৭৬ জন করোনার কবলে আছেন। সবমিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬৭০,১৩৬। সুস্থ হয়ে উঠেছেন ৬০৫,০৯০ জন। মৃতের সংখ্যা ৫,৭০৮।