বিমান যাচ্ছিল সুদান থেকে ইথিওপিয়া। মাঝ আকাশে বিমান তখন ছিল সমুদ্রপৃষ্ঠ থেকে ৩৭ হাজার ফুট ওপরে। এমন সময় বেঘোরে ঘুমিয়ে পড়েন দুই পাইলট। যার জেরে তাঁরা মিস করে গেলেন অবতরণ করার জায়গা। এই ঘটনা ঘটে গিয়েছে সোমবার। ঘুম-কাণ্ডের পর যে ঘটনা ঘটেছে তাও শিহরণ জাগাতে পারে!
দুই পাইলটের ঘুমের জেরে বিমানটি অবতরণ করার জায়গাটি পেরিয়ে চলে যায়। শেষমেশ আদ্দিস আবাবা বিমানবন্দরে। বোয়েইং ৭৩৭ ইটি ৩৪৩ বিমানটির অবতরণ হয় নির্বিঘ্নে। কোনও যাত্রী আহত হননি বলে জানা গিয়েছে। ফ্লাইট ম্যানেজমেন্ট কম্পিউটার মেনে চলেছে বিমানটি। তবে তার পরও অবতরণের সময় ঘটে যায় এই বিপত্তি। জানা গিয়েছে, বিমানটি অটো পাইলট মোডে চলছিল। বিমানটিতে পাইলটরা ঘুমোচ্ছিলেন আর তার কারমেই অবতরণ হয়নি সঠিক জায়গায়। এদিকে এয়ার ট্রাফিক কন্ট্রোলার তাঁদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তা করা যায়নি। কারণ দুই পাইলটের একজনও সাড়া দেননি। নীতীশ কুমারের হেলিকপ্টার মাঝ আকাশে আচমকা ঘুরে পৌঁছল গয়ায়! কী ঘটেছে?