'তাঁর উত্তরসূরি কে হবেন, তা স্থির করার অধিকার একমাত্র দলাই লামারই।' এভাবেই চিনকে কড়া বার্তা দিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল ভারত। ৯০তম জন্মদিনের আগেই তাঁর উত্তরসূরি নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা করেছেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা।তিনি স্পষ্ট জানিয়েছেন, তাঁর মৃত্যুর পরে একজন দলাই লামা অবশ্যই থাকবেন। এই উত্তরসূরিকে খুঁজে বের করার দায়িত্ব থাকবে ‘দ্য গাডেন ফোদ্রাং ফাউন্ডেশন’-এর হাতেই। এরপরেই চিন সরকার হুঁশিয়ারি দিয়েছে, বেজিংয়ের অনুমোদন ছা়ড়া পঞ্চদশ দলাই লামার মনোনয়ন হবে না।
এই আবহে দলাই লামার বক্তব্যকে সমর্থন করে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত।বৃহস্পতিবার ধর্মশালায় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেণ রিজিজু বলেন, 'দলাই লামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। শুধু তিব্বত নয়, সারা পৃথিবী জুড়ে তাঁর লক্ষ লক্ষ অনুগামীরা ছড়িয়ে আছেন। তাঁর উত্তরসূরি কে হবেন, সেটা একমাত্র দলাই লামা নিজে ঠিক করতে পারেন।' তাঁর কথায়, 'যারা দালাই লামাকে অনুসরণ করেন তারা মনে করেন যে তাঁর উত্তরসূরি নির্বাচন রীতিনীতি এবং দালাই লামার নিজের ইচ্ছা অনুসারে হবে। তিনি এবং প্রচলিত রীতিনীতি ছাড়া অন্য কারও এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই।' তিনি আরও জানান, এটি সম্পূর্ণ একটি ধর্মীয় অনুষ্ঠান, রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।
অন্যদিকে চিন জানিয়েছে,প্রেসিডেন্ট শি জিনপিং সরকারের সম্মতি নিয়েই দলাই লামা বাছাই করা হবে। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিং বলেন, 'দলাই লামার পুনর্জন্ম, পাঞ্চেন লামা ও অন্যান্য বৌদ্ধ নেতাদের সোনার পাত্রে থাকা নাম থেকে বাছাই করা হবে, যা কেন্দ্রীয় সরকারের অনুমোদিত হবে।' চিনা বিদেশ দফতরের ওই হুঁশিয়ারির দিনেই দলাই লামা তাঁর উত্তরসূরি মনোনয়নের বার্তা দিয়েছেন। ভারতে স্বেচ্ছানির্বাসিত সর্বোচ্চ বৌদ্ধ ধর্মগুরু বলেছেন, ‘পরবর্তী দলাই লামার মনোননের দায়িত্ব দ্য গাডেন ফোদ্রাং ফাউন্ডেশনের। এই প্রক্রিয়ায় বাইরের কাউকেই হস্তক্ষেপ করতে দেওয়া হবে না।’২০১৫ সালে দলাই লামা এই সংস্থা প্রতিষ্ঠা করেন। এর মূল লক্ষ্য, দলাই লামার ঐতিহ্য রক্ষা ও তাকে সমর্থন করা। আগামী ৬ জুলাই ৯০ বছরে পা দেবেন বৌদ্ধ ধর্মগুরু দলাই লামা। তার আগেই হিমাচল প্রদেশের ধর্মশালায় বসে তিনি তাঁর উত্তরসূরি মনোনীত করতে পারেন বলে জল্পনা।
আরও পড়ুন-'আমি গর্বিত!' ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী
১৯৫৯ সালে চিনা বাহিনীর হাত থেকে বাঁচতে তিব্বত থেকে দলবল সমেত পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছিলেন বর্তমান দলাই লামা। তারপর থেকেই তাঁকে ‘বিচ্ছিন্নতাবাদী’ বলে মনে করে বেজিং। দলাই লামা বহুবার ভারতের সাহায্য নিয়ে চিনের হাত থেকে তিব্বতকে স্বাধীন করার চেষ্টা করেছেন। সেই নেহরুর আমল থেকেই তাঁকে নিয়ে ভারতের সঙ্গে চিনের কূটনৈতিক টানাপোড়েন চলেছে। সেই টানাপোড়েনের মাত্রা যে সামান্যও কমেনি তা বারবার প্রমাণ হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতের প্রতিই কৃতজ্ঞতা প্রদর্শন করেছেন তিনি। তবে মৃত্যুর আগে একবার তিব্বতে ফেরার ইচ্ছের কথাও বলতে গিয়েছে তাঁকে। এবার চিন ফের হুঁশিয়ারি দিল দলাই লামাকে।
আরও পড়ুন-'আমি গর্বিত!' ঘানার সর্বোচ্চ সম্মানে ভূষিত প্রধানমন্ত্রী মোদী
অহিংসা, প্রেম, সম্প্রীতির প্রতীক হিসাবেই দলাই লামাকে দেখা হয়। তার আসল নাম তেনজিং গ্যাতসো। তাঁকেই দলাই লামার ১৪তম জন্ম বলে মনে করা হয়। বিশ্বজুড়ে বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাঁকে মেনে চলেন। দলাই লামার পর যদি নতুন কাউকে বাছাই না করা হয়, তবে চিনা অধিকৃত তিব্বত ও বৌদ্ধদের পরিচিতি থাকবে না। দলাই লামা আজীবন স্বাধীন তিব্বতের দাবিতে লড়াই করেছেন।নোবেল পুরস্কারজয়ী দলাই লামা আগেও বলেছিলেন যে যদি বৌদ্ধ ধর্মাবলম্বীরা চান, তাহলে দলাই লামার প্রথা চলবে।
অন্যদিকে, দলাই লামার ৯০তম জন্মদিনের আগেই ভারতে চলে এসেছেন খ্যাতনামা হলিউড অভিনেতা রিচার্ড গেয়ার।সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'একবার আমি দালাই লামার কাছে গিয়েছিলাম তখন আমি খুব ক্লান্তবোধ করছিলাম। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, 'আমি কি এখন থামতে পারি? তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি থামলে আপনি থামতে পারেন- যা কখনও হয় না।' তিনি আরও বলেন, 'আমার সকল বন্ধুরা ১৪তম দালাই লামার ৯০তম জন্মদিন উদযাপন করতে এখানে এসেছেন। এই মঠটি আমার এবং বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।'