বাংলা নিউজ > ঘরে বাইরে > PNB Fixed Deposit Interest Rate Hike: ৮ দিনের মধ্যে ২ বার FD-তে সুদের হার বাড়াল PNB! কোন মেয়াদে কত ইন্টারেস্ট? তালিকা
পরবর্তী খবর
PNB Fixed Deposit Interest Rate Hike: ৮ দিনের মধ্যে ২ বার FD-তে সুদের হার বাড়াল PNB! কোন মেয়াদে কত ইন্টারেস্ট? তালিকা
2 মিনিটে পড়ুন Updated: 09 Jan 2024, 07:39 PM ISTAyan Das
গত ১ জানুয়ারি ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার পরিবর্তন করেছিল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। আবার ৮ জানুয়ারি থেকে আরও একদফায় সুদের হার বাড়াল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের। কোন মেয়াদের ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়ল, প্রবীণ নাগরিকরা কত সুদ পাবেন, তা দেখে নিন।
ফিক্সড ডিপোজিটে সুদের হার বাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
আটদিনের মধ্যে দু'বার ফিক্সড ডিপোজিটে (এফডি) সুদের হার পরিবর্তন করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি)। গত ১ জানুয়ারি কয়েকটি মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার বাড়ানো হয়েছিল। আবার কয়েকটি ক্ষেত্রে সুদের হার কমিয়েছিল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এবার আবার একটি মেয়াদের এফডিতে সুদের হার বাড়ানো হল। যা ৮ জানুয়ারি (সোমবার) থেকে কার্যকর হয়েছে বলে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে। বাকি মেয়াদের ক্ষেত্রে অবশ্য ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তন করা হয়নি।
কোন কোন মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে সুদের হার বাড়ানো হল?
৩০০ দিনের মেয়াদের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ০.৮ শতাংশ সুদ বাড়ানো হয়েছে। এতদিন সাধারণ নাগরিকদের ৬.২৫ শতাংশ সুদ দেওয়া হত। এখন সেটা বাড়িয়ে ৭.০৫ শতাংশ করা হয়েছে। আর প্রবীণ নাগরিকরা ৭.৫৫ শতাংশ হারে সুদ পাবেন। আর ‘সুপার সিনিয়র সিটিজেন’-র ক্ষেত্রে সুদ মিলবে ৭.৮৫ শতাংশ হারে।
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে বিভিন্ন মেয়াদের ফিক্সড ডিপোজিটের সুদের হার কত (সাধারণ নাগরিক)?