তামিলনাড়ুর সমুদ্র সৈকতে ভেসে এল 'ডুমসডে ফিশ'। ৩০ ফিট লম্বা বিরল প্রজাতির এই মাছ। আর তারপরই আশঙ্কিত সবাই। সামনেই কি আসছে কোনও বড় বিপর্যয়? এই 'ডুমসডে ফিশ' কি ভারতে কোনও বড় বিপদের ইঙ্গিত নিয়ে আসছে? বলাই বাহুল্য যে, দেশে আবার কোভিডের বাড়বাড়ন্ত। লাফিয়ে বাড়ছে আক্রান্ত। এহেন পরিস্থিতিতে 'ডুমসডে ফিশ'-এর ভেসে আসা, কোভিডের ফিরে আসা, আতঙ্কিত মানুষ দুয়ে-দুয়ে চার করছেন। (আরও পড়ুন: আকাশে উড়ল বিমান, সংঘাতের আবহে 'অপারেশন সিন্ধু' চালু করল ভারত)
আরও পড়ুন-একটি পাসেই সারা বছর ফ্রি ফাস্ট্যাগ! বড় ঘোষণা কেন্দ্রের
এই 'ডুমসডে ফিশ' হল একটি বিরল ওরফিশ। যা সাধারণত খুবই রহস্যময় ও গভীর সমুদ্রের প্রাণী। সম্প্রতি কিছুটা অপ্রত্যাশিতভাবেই এই মাছ তামিলনাড়ুর সৈকতে জেলেদের জালে ধরা পড়ে। এই ওরফিশটি 'প্রলয় মাছ' নামেও পরিচিত। কারণ এগুলি আসন্ন ভূমিকম্প বা সুনামির পূর্বাভাস দেয় বলে মনে করা হয়ে থাকে। আবার 'ডুমসডে ফিশ'ও 'অ্যাংলার ফিশ'-এর মতোই গভীর সমুদ্রের বিরল প্রাণী। এই 'অ্যাংলার ফিশ' আবার 'ব্ল্যাক সি ডেভিল' নামেও পরিচিত। এরা সবাই গভীর সমুদ্রের গহীন অন্ধকারে থাকে।তামিলনাড়ুতে ধরা পড়া ওরফিশটি ৩০ ফুট লম্বা। ঝলমলে রুপোলি রঙের। ফিতের মতো দেহ। আর মাথায় লাল পাখনা ছিল। ৫-৬ জন জেলে মিলে এটিকে ধরে। এই বিরল 'ডুমসডে ফিশ'-এর ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই তা ভাইরাল হয়ে গিয়েছে। (আরও পড়ুন: পাক সেনা প্রধানের পাশাপাশি ওয়াশিংটনে বাংলাদেশি NSA খলিলুর, কী হচ্ছে আমেরিকায়?)
আরও পড়ুন: ইরান যুদ্ধে জড়াবে পাক? জল্পনার মাঝে পদক্ষেপ করতে পারে ভারতীয় বায়ুসেনা
সমুদ্রের ২০০ থেকে ১,০০০ মিটার গভীরে এই 'ডুমসডে ফিশ' বা ওরফিশ দেখা যায়। এটিকে তাই বিরল মাছই বলা হয়ে থাকে । এর বৈজ্ঞানিক নাম 'রেগালেকাস গ্লেসন'। জাপানি ও চিনা সংস্কৃতিতে ওরফিশ দেখতে পাওয়াকে দুর্যোগের লক্ষণ হিসেবে বিবেচনা করা হয়। জাপানি লোককাহিনীতে একে 'রিউগু নো সুকাই' বলা হয়ে থাকে। যার অর্থ সমুদ্র দেবতার প্রাসাদ থেকে আসা বার্তাবাহক। বলা হয়, জলের নীচের কোনও নড়াচড়া টের পেলেই এরা সাঁতার কেটে উপরে উঠে আসে।২০১১ সালে যখন জাপানে ভূমিকম্প হয় ও সুনামি আছড়ে পড়ে, তখন মাত্র কয়েকদিন আগে এই ওরফিশ দেখতে পাওয়া গিয়েছিল। তবে এই লোককাহিনীর সত্যতা প্রমাণের জন্য কোনও বৈজ্ঞানিক প্রমাণ এখনও পাওয়া যায়নি।সম্প্রতি এই মাছের দেখা মিলেছিল তাসমানিয়া, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডে।