আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বাড়ছে। সেই সঙ্গে কিছু ডেট(Debt) মিউচুয়াল ফান্ডে আর কোনও LTCG ট্যাক্স সুবিধা পাবেন না। আসুন জেনে নেওয়া যাক, ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হচ্ছে, এমন কিছু নতুন নিয়ম।
আসুন জেনে নেওয়া যাক, ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হচ্ছে, এমন কিছু নতুন নিয়ম। ছবি: রয়টার্স
চলতি অর্থবর্ষ থেকে আয়কর বিধিতে বেশ কিছু পরিবর্তন আসছে। আয়কর স্ল্যাব থেকে ট্যাক্স রিবেটের সীমা বাড়ছে। সেই সঙ্গে কিছু ডেট(Debt) মিউচুয়াল ফান্ডে আর কোনও LTCG ট্যাক্স সুবিধা পাবেন না। আসুন জেনে নেওয়া যাক, ১ এপ্রিল ২০২৩ থেকে কার্যকর হচ্ছে, এমন কিছু নতুন নিয়ম।
১) নয়া আয়কর নীতিই ডিফল্ট হয়ে যাচ্ছে
১ এপ্রিল ২০২৩ থেকে, নতুন আয়কর নীতিই ডিফল্ট কর ব্যবস্থা হিসাবে কাজ করবে। করদাতারা যদিও চাইলে পুরনো কর নীতি বেছে নিতে পারবেন। বেতনভোগী এবং পেনশনভোগীদের ক্ষেত্রে ১৫.৫ লক্ষ টাকার বেশি করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন সিস্টেমে স্ট্যান্ডার্ড ডিডাকশন হল ৫২,৫০০ টাকা। ২০২০-২১ সালের বাজেটে সরকার একটি ঐচ্ছিক আয়কর ব্যবস্থা নিয়ে এসেছিল। আরও পড়ুন: AIS for Taxpayer: ফোন থেকেই দেখে নিন আয়করের সব তথ্য, এল নতুন সরকারি অ্যাপ
২) কর ছাড়ের সীমা বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে
কর ছাড়ের সীমা ৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৭ লক্ষ টাকা করা হয়েছে। এর অর্থ এই যে, কোনও ব্যক্তির আয় ৭ লক্ষ টাকার কম হলে, সেক্ষেত্রে আয়করে ছাড়ের ক্লেম করার জন্য তাঁকে কোনও বিনিয়োগ করতে হবে না। সম্পূর্ণ আয়ই করমুক্ত হবে।
৩) স্ট্যান্ডার্ড ডিডাকশন
পুরানো কর ব্যবস্থার অধীনে চাকুরিজীবীরা ৫০,০০০ টাকার স্ট্যান্ডার্ড ডিডাকশন পেতেন। তাতে কোনও পরিবর্তন নেই। পেনশনভোগীদের ক্ষেত্রে, অর্থমন্ত্রী নতুন ট্যাক্স ব্যবস্থায় স্ট্যান্ডার্ড ডিডাকশনের সুবিধা প্রসারিত করার ঘোষণা করেছেন।
বেসরকারী কর্মীদের ছুটি নগদীকরণ একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ছাড় দেওয়া হয়। এই সীমা ২০০২ সাল থেকে এখনও পর্যন্ত ৩ লক্ষ টাকা ছিল। এখন তা বাড়িয়ে ২৫ লক্ষ টাকা করা হয়েছে।
৬) মার্কেট লিংকড ডিবেঞ্চার (MLDs)
এছাড়া ১ এপ্রিলের পরে মার্কেট লিঙ্কড ডিবেঞ্চারে (MLDs) বিনিয়োগ স্বল্পমেয়াদী মূলধন সম্পদ(short term capital) হিসাবে গণ্য হবে।
১ এপ্রিল থেকে, Debt মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের উপর স্বল্পমেয়াদী মূলধন লাভ(short term capital gains)-এর কর আরোপ করা হবে। এই পদক্ষেপের ফলে বিনিয়োগকারীদের দীর্ঘমেয়াদী কর সুবিধা থেকে বঞ্চিত হবেন।
মান্থলি ইনকাম স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের সীমা একক অ্যাকাউন্টের ক্ষেত্রে ৪.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৯ লক্ষ টাকা করা হবে। যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ৭.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১৫ লক্ষ টাকা করা হবে।