Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশিতে নির্মানাধীন টানেলে নামল ধস, আটকে অন্তত ৩৬ জন শ্রমিক
1 মিনিটে পড়ুন Updated: 12 Nov 2023, 12:50 PM ISTব্রহ্মকাল-যমুনোত্রী জাতীয় সড়কটি চারধাম রোড প্রোজেক্টের অংশ। এই সড়ক সারা বছর সব ধরনের প্রতিকূল আবহাওয়ার মধ্যেই চালু থাকার কথা। এই সড়কটি তৈরি হলে উত্তরকাশি এবং যমুনোত্রীর মধ্যে যারাপথ ২৬ কিলোমিটার কমে আসবে। আর সেই সড়কেরই সাড়ে ৪ কিমি জুড়ে তৈরি হচ্ছে এই টানেল।
উত্তরকাশির টানেলে ধস