Manipur vs Bengal: সুপ্রিম কোর্টে মণিপুর মামলার শুনানিতে পশ্চিমবঙ্গের প্রসঙ্গ উত্থাপন করেন আইনজীবী বাঁশুরি স্বরাজ। যিনি প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে এবং বিজেপিতে যোগদান করেন। যদিও সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, অন্য রাজ্যের ঘটনা নিয়ে মণিপুরের ঘটনার সাফাই গাওয়া যেতে পারে না।
মণিপুরের মামলার শুনানিতে বাংলার প্রসঙ্গ উঠল। (ফাইল ছবি, সৌজন্যে পিটিআই এবং সমীর জানা/হিন্দুস্তান টাইমস)
অন্যান্য রাজ্যে কী হয়েছে, তা হাতিয়ার করে মণিপুরের বর্বরতা নিয়ে সাফাই গাওয়া যায় না। এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। সোমবার শীর্ষ আদালতে মণিপুরের বর্বরতা সংক্রান্ত মামলার শুনানির সময় পশ্চিমবঙ্গ, রাজস্থান, ছত্তিশগড়ের মতো বিরোধী-শাসিত রাজ্যে মহিলাদের বিরুদ্ধে যে অত্যাচারের অভিযোগ উঠেছে, তা তুলে ধরেন আইনজীবী বাঁশুরি স্বরাজ। তখন ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ মন্তব্য করে, 'এখানে এই হয়েছে, ওখানে ওই ঘটনা ঘটেছে বলে আমরা মণিপুরের ঘটনা নিয়ে সাফাই গাইতে পারি না।' তারপরও পশ্চিমবঙ্গে নারী নির্যাতনের অভিযোগ নিয়ে সওয়াল করায় প্রধান বিচারপতি মন্তব্য করেন, ‘আপনি কি সব মহিলাদের রক্ষা করতে বলছেন নাকি কাউকে রক্ষা করতে বারণ করছেন?’
সোমবার সুপ্রিম কোর্টে মণিপুরের ভাইরাল ভিডিয়ো (দুই কুকি মহিলাকে নগ্ন করে ঘোরানোর অভিযোগ ওঠে মেইতেই সম্প্রদায়ের উন্মত্ত জনতার বিরুদ্ধে) সংক্রান্ত মামলার শুনানির সময় বাঁশুরি বলেন, ‘এই মামলার পাশাপাশি বাংলা-সহ একাধিক রাজ্যে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে। পুরো ভারতের মেয়েদের রক্ষা করতে হবে।’ সেই সওয়ালের প্রেক্ষিতে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ (যে বেঞ্চে আছেন বিচারপতি জেবি পাদ্রিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রও) মন্তব্য করে, ‘এটা নিয়ে পরে আলোচনা করা যেতে পারে। আমরা এখন মণিপুরের ঘটনা শুনছি।’
যদিও থামেননি প্রাক্তন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশুরি। যিনি বিজেপিতে যোগও দিয়েছেন। তিনি সওয়াল করেন, ‘বাংলায় এক মহিলাকে নগ্ন করে ঘুরিয়েছেন এক প্রার্থী এবং ৪০ জন উন্মত্ত জনতা। এরকম ঘটনা ছত্তিশগড়েও হয়েছে।' তারপর প্রধান বিচারপতি বলেন, 'নিশ্চিতভাবে দেশের বিভিন্ন প্রান্তে মহিলাদের বিরুদ্ধে অপরাধ হচ্ছে। এটা আমাদের সামাজিক বাস্তব। জাতিগত হিংসার ক্ষেত্রে মহিলাদের উপর ভয়ংকর মাত্রায় অত্যাচারের বিষয় নিয়ে আমরা আলোচনা করছি।' তিনি আরও বলেন, ‘আপনি বলুন যে মণিপুরের ঘটনা নিয়ে আপনার কি পরামর্শ আছে? এখানে এই হয়েছে, ওখানে ওই ঘটনা ঘটেছে বলে আমরা মণিপুরের ঘটনা নিয়ে সাফাই গাইতে পারি না।'