Cash Limit At Home: বাড়িতে কত টাকা নগদ রাখা যায়? কী বলছে আয়কর দফতরের নিয়ম
Updated: 10 Sep 2022, 04:50 PM IST Abhijit Chowdhury 10 Sep 2022 huge amount of cash, cash at home, cash transaction, cash rules, income tax department, enforcement directorate, নগদ টাকা, এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট, নগদ লেনদেনের নিয়ম, আয়কর দফতরআজকাল আয়কর দফতর, ইডি, সিবিআই-এর মতো বড় বড় তদন্তকারী সংস্থা অভিযান চালাচ্ছে বাংলার বিভিন্ন জায়গায়। ইডি কয়েকদিন আগে অর্পিতা মুখোপাধ্যায়ের একাধিক সম্পত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৫০ কোটি টাকা নগদ উদ্ধার করেছে। আর আজকে গার্ডেনরিচে এক ব্যবসায়ীর বাড়ি থেকে উদ্ধার হয়েছে টাকার পাহাড়। এমতাবস্থায় প্রশ্ন উঠেছে একজন সাধারণ মানুষ তাঁর ঘরে কত টাকা রাখতে পারেন? কত টাকা নগদ রাখলে কোনও ব্যক্তির বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া হবে না?
পরবর্তী ফটো গ্যালারি