Cyclone Remal Related Death: রেমালের তাণ্ডবে কোথাও ধস, কোথাও দুর্ঘটনা! উত্তর পূর্বে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩২
Updated: 28 May 2024, 11:09 PM IST Sritama Mitra 28 May 2024 Cyclone Remal, death, North East, Landslide, সাইক্লোন রেমাল, উত্তর পূর্ব, মৃত্যু, ভূমিধসমিজোরামের আইজলের মেলথুমে রেমালের দাপটে প্রবল বর্ষণ... more
মিজোরামের আইজলের মেলথুমে রেমালের দাপটে প্রবল বর্ষণের জেরে ভেঙে যায় পাথরের খাদান। মিজোরামে ২৭ জন নিহতের মধ্যে দুজন নাবালক। মৃতদের বেশিরভাগই অন্যান্য রাজ্যের শ্রমিক।
মিজোরাম- মিজোরামের আইজলের মেলথুমে রেমালের দাপটে প্রবল বর্ষণের জেরে ভেঙে যায় পাথরের খাদান। মিজোরামে ২৭ জন নিহতের মধ্যে দুজন নাবালক। মৃতদের বেশিরভাগই অন্যান্য রাজ্যের শ্রমিক। কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় আটজন এখনও নিখোঁজ এবং আরও মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা রয়েছে। ভোর ৬ টা নাগাদ এই ঘটনায় রাজ্যে শোকের ছায়া। মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, ‘আমরা পরিস্থিতি সামাল দিতে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।’ তিনি মৃতদের পরিবারের সদস্যদের জন্য এক্স-গ্রেশিয়াও ঘোষণা করেছেন। (REUTERS)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি