DA hiked by to 11.780 percent: দশমিকের ডানদিকে 'এত্ত বড় সংখ্যা', আচমকাই ডিএ বাড়ল এই রাজ্য সরকারি কর্মীদের Updated: 24 Jun 2024, 12:54 PM IST Abhijit Chowdhury ডিএ নিয়ে সুখবর পেল এই রাজ্য সরকারি কর্মীরা। সম্প্রতি রাজ্য সরকারের অধীনে থাকা এক সংস্থা তাদের বর্তমান কর্মী এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের জন্যে ডিএ এবং ডিআর বৃদ্ধির ঘোষণা করেছে। এই আবহে জেনে নিন বিস্তারিত।