WB DA Case allegation against SC: 'মিথ্যার আশ্রয় নিচ্ছে SC, ডিএ মামলা নিয়ে চলছে চক্রান্ত', বিস্ফোরক সরকারি কর্মীরা
Updated: 22 Jul 2024, 09:06 AM IST Abhijit Chowdhury 22 Jul 2024 5th pay commission, da arrear, da arrear case next hearing date, da arrear case, da case, da case in supreme court, da case details, confederation of state government employees, wb state government employees, রাজ্য সরকারি কর্মী, রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ, পঞ্চম বেতন কমিশন, ডিএ মামলা, ডিএ মামলার শুনানি, সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি নিয়ে চক্রান্ত, বকেয়া মহার্ঘ ভাতা১৩ দফাতেও ডিএ মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে। দিনের পর দিন এই মামলা পিছিয়ে গিয়েছে। আর সম্প্রতি ১৫ জুলাই মামলা ফের উঠেছিল শীর্ষ আদালতে। তবে সরকার পক্ষের আর্জিতে তা ৬ মাস পিছিয়ে দেওয়া হয়েছে। এই আবহে বিস্ফোরক সব দাবি করলেন কনফেডারেশনের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায়।
পরবর্তী ফটো গ্যালারি