বাংলা নিউজ > ময়দান > আইপিএল-2023 > GT vs MI, IPL 2023 Qualifier 2: শুভমনের মতো একজনকে দরকার ছিল- নিজে ব্যর্থ হয়েও ব্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত
পরবর্তী খবর

GT vs MI, IPL 2023 Qualifier 2: শুভমনের মতো একজনকে দরকার ছিল- নিজে ব্যর্থ হয়েও ব্যাটারদের কাঠগড়ায় তুললেন রোহিত

সেঞ্চুরির পর শুভমনকে শুভেচ্ছা রোহিতের। ছবি: পিটিআই

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিনরা রান পেলেও, কেউ শুভমনের মতো দায়িত্ব নিয়ে বড় রান করে দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি। খেই হারিয়ে ফেলেছে মুম্বই। ম্যাচের শেষে তাই রোহিত শর্মাকে আফসোস করতে শোনা যায়।

মূলত শুভমন গিলের কাছে হেরে ছিটকে যেতে হল মুম্বই ইন্ডিয়ান্সকে। তাঁর ১২৯ রানের ইনিংসই রোহিত শর্মাদের কাছে বোঝা হয়ে যায়। যে প্লেয়ার ৩০ রানে সাজঘরে ফিরে যেত, জীবনদান পেয়ে তিনিই তাণ্ডব চালান। যার নিটফল, গুজরাট টাইটান্সের কাছে হেরে কোয়ালিফায়ার টু থেকে ছিটকে গেল মুম্বই।

মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হিসেবে রোহিত শর্মা নিঃসন্দেহে হতাশ। কিন্তু ভারত অধিনায়ক হিসেবে তিনি চান, শুভমনের এই ছন্দ বজায় থাকুক। কারণ, সামনেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। তার কয়েক মাস পরে দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। আইপিএলের পরে দেশের জার্সিতেও শুভমনের ব্যাট থেকে এ ভাবেই বড় রান চাইছেন ভারত অধিনায়ক রোহিত।

ম্যাচ শেষে রোহিত বলেন, ‘শুভমন দুর্দান্ত খেলেছে। ও খুব ভালো ছন্দে আছে। আশা করছি ওর ছন্দ বজায় থাকবে (হাসি)। গুজরাটের এই জয়ের জন্য শুভমনকে শুভেচ্ছা।’

গুজরাট টাইটান্সের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে সূর্যকুমার যাদব, তিলক বর্মা, ক্যামেরন গ্রিনরা রান পেলেও, কেউ শুভমনের মতো দায়িত্ব নিয়ে বড় রান করে দলকে জয়ের পথে নিয়ে যেতে পারেননি। খেই হারিয়ে ফেলেছে মুম্বই। ম্যাচের শেষে তাই রোহিতও সোজাসাপ্টা ভাষায় বলে দেন, ‘শুভমন শেষ পর্যন্ত ব্যাট করেছে। আমাদের দলে শুভমনের মতো এক জন ক্রিকেটার ছিল না। সেই কারণে শেষ পর্যন্ত পারলাম না। না হলে এই উইকেটে রান করা কঠিন ছিল না।’

আরও পড়ুন: শুভমনের শতরানের পর শুভেচ্ছা রোহিতের, হার্দিকের উচ্ছ্বাস, GT-র স্ট্যান্ডিং ওভেশন

তিনি আরও যোগ করেছেন, ‘ওরা অতিরিক্ত ২৫ রান করেছিল। তবে আমরা যখন ব্যাটিং করতে নামলাম, তখন আমরা বেশ ইতিবাচক মানসিকতা নিয়েই নেমেছিলাম। তবে বড় পার্টনারশিপ হয়নি। গ্রিন এবং সূর্য ভালো ব্যাটিং করলেও আমরা পথ হারিয়ে ফেলি। পাওয়ারপ্লেতে আমরা কয়েকটি উইকেট হারিয়ে বসে থাকি এবং রান তাড়া করার সময়ে সেই গতিটাই পাইনি।’

টস হেরে প্রথমে ব্যাট করে শুভমন গিলের ঝড়ে গুজরাট টাইটান্স এ দিন রানের পাহাড় গড়ে। শুভমনের ঝোড়ো ইনিংসের হাত ধরেই ৩ উইকেটে ২৩৩ রানের বড় স্কোর করল গুজরাট টাইটান্স। এ দিনে শুভমনে গিল ৩০ রানে ক্যাচ দিয়েছিলেন। সেটা মিস করার খেসারত হাতেনাতে দিতে হয় মুম্বই ইন্ডিয়ান্সকে।

আরও পড়ুন: জর্ডনের কনুইয়ের গুঁতোয় মাঠ ছাড়লেন কিপার ইশান, বাঁ-চোখে চোটের জেরে করলেন না ওপেনও- ভিডিয়ো

শুভমন শেষ পর্যন্ত ৬০ বলে ১২৯ করে আউট হন। তখন খেলার রাশ গুজরাটের হাতে। আকাশ মাধওয়ালের বলে টিম ডেভিডকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন শুভমন। তাঁর ইনিংসে রয়েছে মোট সাতটি চার এবং ১০টি ছক্কা। এ ছাড়া ৩১ বলে ৪৩ রান করে রিটায়ার্ড আউট হন। ১৩ বলে অপরাজিত ২৮ করেন হার্দিক।

রান তাড়া করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল মুম্বই। ইশান কিষাণ ব্যাটিং করেননি। টাইটান্সের ইনিংসের ১৭তম ওভারের আগে জর্ডনের কনুইয়ে লেগে চোখে চোট পান ইশান কিষাণ। চোটের জেরে তাঁকে মাঠ ছাড়তে হয়। ব্যাট করতেও নামেননি তিনি। যার ফলে রোহিতের সঙ্গে ওপেন করেন নেহাল ওয়াধেরা। কিন্তু রান পাননি। মাত্র ৪ রানে ফেরেন। এদিন কোনও কিছুই মুম্বইয়ের পক্ষে যায়নি। দ্বিতীয় ওভারে হাতে চোট পেয়ে মাঠ ছাড়েন ক্যামেরন গ্রিন। ইনিংসের দ্বিতীয় ওভারে নামেন সূর্যকুমার। দলের এই শোচনীয় অবস্থায় অধিনায়কোচিত ইনিংস খেলা উচিত ছিল রোহিতের। কিন্তু মাত্র ৮ রান করে আউট হন। তিলক বর্মার ইনিংস দলকে কিছুটা লড়াইয়ে ফেরায়। কিন্তু পাওয়ার প্লের শেষ ওভারে রশিদকে ছক্কা হাঁকাতে গিয়ে বোল্ড হন। ৩টি ছয়, ৫টি চারের সাহায্যে ১৪ বলে ৪৩ রান করেন তিলক।

পরে ব্যাট করতে নেমে চতুর্থ উইকেটে সূর্যকুমারের সঙ্গে জুটি বেঁধে ৫২ রান যোগ করেন গ্রিন। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকে থাকতে পারেননি। ২০ বলে ৩০ রান করে আউট হন অজি। এখানেই প্রায় শেষ। তবুও একাই লড়ছিলেন সূর্যকুমার। স্কাই শেষ ভরসা ছিল। কিন্তু ৩৮ বলে ৬১ রান করে বোল্ড হতেই ফাইনালের স্বপ্নে জলাঞ্জলি। বিষ্ণু বিনোদ (৫), টিম ডেভিড (২) রান পাননি। ২.২ ওভার বল করে ১০ রান দিয়ে ৫ উইকেট নেন মোহিত শর্মা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

Latest News

আচমকা কী হল! হারিয়ে গেল বিগ বি-র গলার আওয়াজ, আর শোনা যাবে না ব্যারিটোন কণ্ঠ আগুনে পুড়ল এগরার ঐতিহ্য, ক্ষতিগ্রস্ত সারদা শশিভূষণ কলেজের সায়েন্স বিল্ডিং মোদীকে নৈশভোজে আমন্ত্রণ জানানোয় লুলায় ক্ষুব্ধ জিনপিং? যাবেন না ব্রিকস সম্মেলনে ফুলকিকে টপকাল পরশুরাম! TRP-তে বেঙ্গল টপার কে? চিরদিনইর নম্বর কমল, এগোল গৃহপ্রবেশ বিশ্বের প্রথম মহিলা! বিরলতম রক্তের গ্রুপ আবিষ্কার বিজ্ঞানীদের ভারতীয় বংশোদ্ভূত জোহরান 'পাগল কমিউনিস্ট'! NY-র সম্ভাব্য মেয়রকে তোপ ট্রাম্পের কালীগঞ্জের তামান্নার বাড়ি লক্ষ্য করে বোমা ছুঁড়েছিল কালু, জেরায় স্বীকার ধৃতের ফের 'কাঁদতে কাঁদতে' আমেরিকার কাছে ভারত নিয়ে আবেদন পাকিস্তানের, কী বললেন শেহবাজ? বিয়ের আগেই উত্তরপ্রদেশ শিক্ষা বিভাগে অফিসার পদে যোগ দিচ্ছেন রিঙ্কু সিং: রিপোর্ট জার্মানিতে সফল অস্ত্রোপচার করালেন ভারত অধিনায়ক! কবে মাঠে ফিরবেন সূর্যকুমার?

Latest sports News in Bangla

ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের নকআউটে মেসির দল! শেষ ষোলোয় সামনে মেসির পুরনো ক্লাব PSG নির্বাসন কাটিয়ে প্রত্যাবর্তনের লক্ষ্যে পল পোগবা! মোনাকোর সঙ্গে কথা শুরু প্যারিস ডায়মন্ড লিগ জিতে নিজের ভুল স্বীকার নীরজের! মানলেন আরও দক্ষতা বাড়াতে হবে চিরপ্রতিদ্বন্দী রোনাল্ডোকে নিয়ে অবশেষে মুখ খুললেন মেসি! কে এগিয়ে? কি বললেন লিও? স্বমহিমায় নীরজ! জুলিয়ান ওয়েবারকে পিছনে ফেলে করে ডায়মন্ড লিগ জিতলেন ভারতীয় তারকা ইউরোপিয়ান ফুটবলের থেকে এগিয়ে ব্রাজিল! চেলসিকে হারিয়ে বোঝাল ফ্ল্যামেঙ্গো AIFF এখন সার্কাস! কল্যাণ চৌবেকে নিশানা করে বললেন ভাইচুং! চাইলেন OCI নিয়ে প্রমাণ নজিরবিহীন! ক্রিকেটের ইতিহাসে আর কেউ যা পারেননি সেটাই করলেন যশস্বী জয়সওয়াল ISL শুরু করা যাবে না, যতদিন… ক্লাবগুলোকে জানিয়ে দিল FSDL! বড় জটিলতা লিগ নিয়ে! চ্যাম্পিয়ন্স লিগজয়ী PSG-কে ক্লাব বিশ্বকাপে ধাক্কা দিল বোটাফোগো! ১-০ গোলে জিতল

IPL 2025 News in Bangla

সামনে নেই T20! তবু কেন টেস্ট সিরিজ শুরুর আগেই ইংল্যান্ডে গেলেন সূর্যকুমার যাদব? আইপিএল ২০২৫-এ সাফল্যের পর ওজন বেড়েছে বৈভব সূর্যবংশীর! কী বললেন রাহুল দ্রাবিড়? আমি Royal Challenge খাই না! RCBকে নিয়ে কর্ণাটকের উপমুখ্যমন্ত্রীর মজাদার মন্তব্য বেঙ্গালুরুতে RCB সমর্থকদের পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় মুখ খুললেন রাহুল দ্রাবিড়! বিক্রি হতে পারে আইপিএল ২০২৫ চ্যাম্পিয়ন RCB-র ফ্র্যাঞ্চাইজি: রিপোর্ট প্রীতি জিন্টার প্রশ্ন শুনে অবাক রিকি পন্টিং! কী বললেন পঞ্জাব কিংসের হেড স্যার? চিন্নাস্বামী স্টেডিয়ামে ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা নিয়ে মুখ খুললেন সুনীল গাভাসকর বিরাট কোহলির জন্য ক্যাপ্টেনের প্রচলিত রীতি ভাঙলেন RCB-র অধিনায়ক রজত পতিদার অধিনায়ক হিসেবে রোহিত-গিলকে চ্যালেঞ্জ দেওয়া শুরু শ্রেয়সের! বলছেন BCCI কর্তারাই ‘সিতারে জামিন পর’-র প্রিমিয়রে সচিন! আমিরের বাড়িতে লিটল মাস্টারের নামে স্লোগান

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.