মহম্মদ সিরাজের পথই অনুসরণ করলেন শুভমন গিল। নাম লেখালেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে। শুভমন গিল কাউন্টি চ্যাম্পিয়নশিপে গ্ল্যামারগানের হয়ে খেলবেন বলে জানা গিয়েছে। এই মুহূর্তে ভালো ছন্দে রয়েছেন শুভমন।
আসন্ন নিউজিল্যান্ডের ‘এ’ দলের বিরুদ্ধে সিরিজে তাঁকে ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক করার ভাবনা ছিল বোর্ডের নির্বাচকদের। কিন্তু সেটা সম্ভবত হচ্ছে না। সে ক্ষেত্রে প্রিয়ঙ্ক পাঞ্চালকেই অধিনায়ক করা হতে পারে বলে জানা গিয়েছে। প্রিয়ঙ্ককেও না পাওয়া গেলে তালিকা রয়েছে হনুমা বিহারীর নামও।
আরও পড়ুন: দুরন্ত সেঞ্চুরি, সচিনের রেকর্ড ভেঙে জিম্বাবোয়েতে নতুন ইতিহাস শুভমনের
জিম্বাবোয়ের বিরুদ্ধে ওডিআই সিরিজেও ভালো ছন্দে শুভমন। প্রথম ওডিআই-ও তিনি ৭২ বলে ৮২ রান করেন। প্রথম একদিনের ম্যাচে শিখর ধাওয়ান (১১৩ বলে ৮১ রান) এবং গিলের হাত ধরে ১০ উইকেটে জয় ছিনিয়ে নেয় ভারত।
দ্বিতীয় ওডিআই-এ করেন ৩৪ বলে ৩৩ রান। এই ম্যাচে ৫ উইকেটে জয় পায় টিম ইন্ডিয়া। সেই সঙ্গে তিন ম্যাচের সিরিজ কেএল রাহুলের টিম ২-০ জিতে যায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।