পরের মাসে কি ভারতে আসছে পাকিস্তানের হকি দল? সূত্র জানাচ্ছে, এশিয়া কাপে অংশগ্রহণে বাধা দেবে না ভারত। ভারতের ক্রীড়া মন্ত্রণালয়ের এক সূত্র বৃহস্পতিবার জানিয়েছে, আগামী মাসে ভারতের রাজগির, বিহারে অনুষ্ঠিতব্য এশিয়া কাপে পাকিস্তান হকি দলের অংশগ্রহণে কোনও বাধা থাকবে না। এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী ২৯ অগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। ক্রীড়া মন্ত্রণালয় এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় অনুমতি পেয়েছে বলে এনডিটিভিকে জানিয়েছে সূত্র।
হকি ইন্ডিয়ার এক সূত্র জানায়, ‘পাকিস্তান দল এশিয়া কাপে অংশ নিতে আগ্রহী।’ যদি পাকিস্তান হকি দল সত্যিই অংশ নেয়, তবে এটি অপারেশন সিন্দুর-এর পরে সীমান্ত পেরিয়ে আসা প্রথম ক্রীড়া দলের মধ্যে একটি হবে।
এপ্রিল মাসে পাহেলগাঁও হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতি ঘটে। পরবর্তীতে মে মাসে ভারত অপারেশন সিন্দুর শুরু করলে উত্তেজনা আরও বেড়ে যায়। এরপরে ড্রোন হামলাও হয়। সেই সঙ্গে ভারতে বেশ কয়েকটি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ও সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট নিষিদ্ধ করা হয়।
এক সরকারি সূত্র পিটিআইকে বলেন, ‘আমরা কখনোই কোনো বহুজাতিক প্রতিযোগিতায় কোনো দলের অংশগ্রহণের বিরুদ্ধে নই। কিন্তু দ্বিপাক্ষিক সিরিজ সম্পূর্ণ ভিন্ন বিষয়। আন্তর্জাতিক ক্রীড়াজগতের নিয়ম মেনেই আমাদের প্রতিযোগিতায় অংশ নিতে হয়। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধরত অবস্থায়ও বহুজাতিক ক্রীড়া ইভেন্টে অংশ নিচ্ছে।’
ভারত-পাকিস্তান সেপ্টেম্বরের এশিয়া কাপ ক্রিকেটে মুখোমুখি হতে পারবে কি না — এই প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এই বিষয়ে এখনও বিসিসিআই আমাদের সঙ্গে যোগাযোগ করেনি। তারা যোগাযোগ করলে আমরা তখন সিদ্ধান্ত নেব।’
হকি ইন্ডিয়া সূত্রে আরও জানা গেছে, এশিয়া কাপ এবং জুনিয়র ওয়ার্ল্ড কাপ — উভয় ইভেন্টের জন্যই পাকিস্তান হকি দলকে ভারতের মাটিতে অংশ নেওয়ার অনুমতির জন্য আবেদন করা হয়েছিল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।