বাংলা নিউজ > টেকটক > Ola S1 E-Scooter: আবারও শুরু রেজিস্ট্রেশন, কবে থেকে কেনা যাবে? EMI কত পড়বে?
পরবর্তী খবর
ফের শুরু হল Ola S1 ইলেকট্রিক স্কুটারের রেজিস্ট্রেশন। গত মাসেই শুরু হয়েছিল বিক্রি। প্রথম দুই দিনেই রেকর্ড সংখ্যক রেজিস্ট্রেশন-বুকিং হয় এই স্কুটারের। মাত্র ২ দিনেই ১,১০০ কোটি টাকার স্কুটার বিক্রি হয়। অল্প সময়েই পার্চেস উইন্ডো বন্ধ করতে বাধ্য হয় সংস্থা। ফের সেই উইন্ডো ওপেন হয়েছে। ফলে হাতে সময় বেশ কম। ফের আগামী ১ নভেম্বর পার্চেস উইন্ডো ওপেন হবে।