Chaitra amavasya 2025 date and time
হিন্দু ধর্মে অমাবস্যার দিনটিকে অত্যন্ত বিশেষ বলে মনে করা হয়। এই দিনে গঙ্গা বা অন্য কোনও পবিত্র নদীতে স্নান এবং দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও, অমাবস্যার দিনে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ, পিণ্ডদানের রীতিও রয়েছে।