পঞ্জিকামতে ২০২৫ সালের জ্যৈষ্ঠ্য পূর্ণিমার তিথি শুরু হয়ে গিয়েছে। জ্যৈষ্ঠ্য মাসের এই পূর্ণিমা তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিন্দুশাস্ত্রমতে। এই তিথিতে পালিত হয় জগন্নাথদেবের স্নানপূর্ণিমা হিসাবে। দিনটিকে অনেকেই জগন্নাথদেবের জন্মতিথি হিসাবেও পালন করেন। জৈষ্ঠ্য পূর্ণিমায় বেশ কিছু টোটকার কথা বলা হয়। যা করলে সুখ শান্তি আসতে থাকে। মনে করা হয় এই পূর্ণিমা তিথিতেই চন্দ্রদেব তাঁর ষোলো কলা নিয়ে পূর্ণরূপে বিকশিত হন। জ্যৈষ্ঠ মাসের এই পূর্ণিমায় তাই অনেকেই পূণ্যস্নান করে থাকেন।
ইতিমধ্যেই জ্যৈষ্ঠ্য পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। দেখা যাক, এই পূর্ণিমার তিথি কখন থেকে পড়েছে। আর হিন্দু ধর্মের এই বিশেষ তিথি আর কতক্ষণ থাকছে। পঞ্জিকা অনুসারে ১০ জুন, ২০২৫ সালে মঙ্গলবার সকাল ১১টা ৩৫ মিনিট থেকে ওই স্নান পূর্ণিমার তিথি পড়ে গিয়েছে। আর তিথি থাকছে বুধবার পর্যন্ত। বুধবার ১১ জুন, ২০২৫ সালে বেলা ১ টা ১৩ মিনিট পর্যন্ত রয়েছে স্নান পূর্ণিমার তিথি। উদয়া তিথি অনুসারে স্নান পূর্ণিমা পালিত হবে ১১ জুন, ২০২৫। পূর্ণিমায় স্নান ও দানের সময়কালও রয়েছে বুধবার।
( ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে পারে মঙ্গল, শনির কৃপা! সুসময় আসছে মকর সহ বহু রাশির)
১১ জুন জ্যৈষ্ঠ পূর্ণিমার স্নান ও দানের সময়:-