জুন মাসেই নতুন ছবি ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’-এর কাজ শুরু করেছিলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। বর্ষায় নর্থবেঙ্গলেই চলছিল শ্যুট। তারই মাঝে সোশ্যাল মিডিয়ায় খারাপ খবর শেয়ার করে নিলেন অভিনেত্রী। জানালেন কর্নিয়ায় বড়সড় ক্ষতি হয়েছে। ব্যথায় একপ্রকার ছটফট করছেন।
দীর্ঘ একটি পোস্ট শেয়ার করেন স্বস্তিকা সোশ্যাল মিডিয়াতে। লেখেন, ‘আমি শুনেছি যা হয় তা নাকি ভালোর জন্য হয়, কিন্তু… গতকাল আমি আমার নতুন ছবি ভানুপ্রিয়া ভূতের হোটেলের শ্যুট করছিলাম, তখন মারাত্ম ব্যথা হতে থাকে। সঙ্গে সঙ্গে আমার প্রযোজনা সংস্থার তরফ থেকে আমাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। কর্নিয়ার ড্যামেজের সঙ্গে লড়াই করছি আমি।’ তিনি আরও লেখেন, ‘কেন, কীভাবে, কখন হল আমি কিছু জানি না। কিন্তু বিশ্বাস করুন পৃথিবীর সবচেয়ে মারাত্মক যন্ত্রণা ভোগ করছি আমি এখন।’
ছবির কাজ ব্যাহত হওয়ায় মন খারাপ স্বস্তিকার। যা ধরা পড়ল তাঁর পরের লেখা থেকেই। যেখানে লেখা, ‘আমি আমার সহ-অভিনেতাদের ধন্যবাদ জানাতে চাই, যারা সবরকম সহযোগিতা করছে আমার সঙ্গে। এই সিনেমাটি আমার জন্য খুব স্পেশাল। আর আমি এটার কাজ শেষ করবই, সে যাই হয়ে যাক না কেন। আমার পরিচালক-প্রযোজকরাও ডাক্তারদের সঙ্গে কথা বলে, সবরকম পরিকল্পনা করছেন। যাতে আমার চোখের চিকিৎসাও চালানো যায়। আমিও আমার চোখের দেখভাল করার চেষ্টা করছি যেমন, তেমনই কাজ চলিয়ে যাওয়ার।’
‘উইন্ডোজ’ নিয়ে আসছে তাদের প্রথম হরর কমেডি ভানুপ্রিয়া ভূতের হোটেল। ছবির প্রধান চারটি চরিত্রে অভিনয় করতে চলেছেন মিমি চক্রবর্তী, সোহম মজুমদার, আরেকদিকে স্বস্তিকা দত্ত ও বনি সেনগুপ্ত। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্রুতি দাসও। ছবির কাহিনি লিখেছেন জিনিয়া সেন। পরিচালনায় অরিত্র। ছবিতে ভূত আর মানুষের সহাবস্থান থাকবে।