পরবর্তী খবর
বাংলা নিউজ > ভাগ্যলিপি - Ajker Rashifal > Saraswati Puja 2022 Timings: শনিবার সরস্বতী পুজো,বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্তপ্রেস পঞ্জিকা মতে নির্ঘণ্ট জেনে নিন
আগামী শনিবার (৫ ফেব্রুয়ারি) সরস্বতী পুজো। এবার মূলত একদিনেই সরস্বতী পুজো হবে। কখন শুরু হবে পুজো, কতক্ষণ বসন্তী পঞ্চমী ছাড়বে, বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা এবং গুপ্তপ্রেস পঞ্জিকা তা দেখে নিন একনজরে -
বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে সরস্বতী পুজোর নির্ঘণ্ট
- পঞ্চমী তিথি শুরু: ২২ মাঘ (বাংলা মতে) বা ৫ ফেব্রুয়ারি (ইংরেজি মতে) রাত ৩ টে ৪৮ মিনিট থেকে শুরু হবে পঞ্চমী তিথি।
- পঞ্চমী তিথি শেষ: আবার ২৩ মাঘ (বাংলা মতে) বা ৬ ফেব্রুয়ারি (ইংরেজি মতে) ভোর ৪ টে ৪৮ মিনিট পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে।
গুপ্তপ্রেস পঞ্জিকা মতে সরস্বতী পুজোর নির্ঘণ্ট
- পঞ্চমী তিথি শুরু: ২২ মাঘ (বাংলা মতে) বা ৫ ফেব্রুয়ারি (ইংরেজি মতে) সকাল ৭ টা ৬ মিনিট ১০ সেকেন্ড থেকে পঞ্চমী তিথি শুরু হবে।
- পঞ্চমী তিথি শেষ: আবার ২৩ মাঘ (বাংলা মতে) বা ৬ ফেব্রুয়ারি (ইংরেজি মতে) সকাল ৭ টা ৮ মিনিট ৪ সেকেন্ড পর্যন্ত পঞ্চমী তিথি থাকবে।
প্রতি বছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে দেবী সরস্বতীর আরাধনা করা হয়। সেই তিথিকে ‘বসন্ত পঞ্চমী’ বলা হয়। বিদ্যা এবং জ্ঞানের দেবী হলেন সরস্বতী। শ্বেত পদ্মে দেবী সরস্বতী উপবেশিত হন। এক হাতে থাকে বই। অপর হাতে থাকে বাণী। সেই কারণে দেবী সরস্বতীকে দেবী বীণাপাণিও বলা হয়। সরস্বতী পুজোর দিন হলুদ রঙের শাড়ি এবং পঞ্জাবি পরেন সকলে। হলুদ রংকে শুভ বলে বিবেচনা করা হয়। মন থেকে দূর হয় নেতিবাচক চিন্তাভাবনা।