বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে সূর্য আর গুরু বৃহস্পতি দুজনেরই আলাদা মাহাত্ম্য রয়েছে। জ্যোতিষশাস্ত্রমতে, দুই গ্রহের অবস্থান বহু রাশির জাতক জাতিকার ভাগ্য নির্ধারণ করে দেয়। আসন্ন সময়ে দেবতাদের গুরু বৃহস্পতি আর গ্রহদের রাজা সূর্যের অবস্থানে তৈরি হবে ষড়াষ্টক যোগ। এই যোগ আর কয়েকদিনের মধ্যেই তৈরি হবে। তারফলে কোন কোন রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন, তা দেখা যাক।
মিথুন
ষড়াষ্টক যোগ গুরু আর সূর্যের জন্য খুবই লাভদায়ক হবে। এই রাশির জাতক জাতিকাদের কোনও চেষ্টা ব্যাপকভাবে সফল হবে। কেরিয়ারের দিক থেকে এই সময় ভালো। আপনার মধ্যে নেতৃত্ব দেওয়ার যে ক্ষমতা তা প্রকট হবে। কোনও বড় দায়িত্ব আপনার ওপর পড়বে। ব্যবসায় কোনও যাত্রা করতে পারেন। আপনি সব ধরনের কাজ থেকে খুবই মুনাফা কামাবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে।
ধনু
ষড়াষ্টক যোগ এই রাশির জাতক জাতিকার জন্য খুবই লাভদায়ক হতে চলেছে। কোনও দীর্ঘ দূরত্বের যাত্রায় যেতে পারবেন এই সময়। কর্মস্থলে কোনও নতুন জিনিস শিখতে পারবেন। সিনিয়দের বিশ্বাস জিতে নিতে পারবেন। ব্যবসার দিক থেকেও তুঙ্গে থাকবে লাভ। আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালোর দিকে যাবে। পর্যাপ্ত টাকা রোজগারের সুযোগ এই সময় থেকে শুরু হবে। সঞ্চয় করার প্রভূত সময় পাবেন।
কুম্ভ
জাতক জাতিকাদের জীবনে বহু লাভ রয়েছে। জাতক জাতিকাদের জীবনে নতুন নতুন মানুষের বীজ বপন হবে। বিদেশ যাওয়ার যোগ রয়েছে। পরিবারের সঙ্গে ভালো সময় কাটবে। চাকরির সুযোগ আসবে ভালো। ব্যবসার দিক থেকে দেখা গেলে এই সময় খুব ভালো ভালো অর্ডার আসবে। এই সময় ভালো লাভ পাবেন। আর্থিক পরিস্থিতির দিক থেকে ভাগ্যের সম্পূর্ণ সমর্থন এই সময় পাবেন। খুব টাকা রোজগার করবেন। বন্ধুদের সঙ্গে আনন্দে থাকবেন। স্বাস্থ্য ভালো থাকবে। আপনি উৎসাহে ভরে থাকবেন।
কবে রয়েছে ষড়াষ্টক যোগ?
৩ জানুয়ারি ২০২৫ এ সকাল ৮ টা ৪৫ মিনিটে সূর্য আর গুরু একে অপরের সঙ্গে ১৫০ ডিগ্রি কোণ করে অবস্থান করবেন। তারফলে তৈরি হবে ষড়াষ্টক যোগ। তার প্রভাব ১২ রাশিতেই পড়বে।
(এই প্রতিবেদনের তথ্য মান্যতা নির্ভর। এর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। )