‘নেতাজি’ ধারাবাহিকে মায়ের চরিত্রে অভিনয় করা হোক অথবা ‘বয়েই গেল’ ধারাবাহিকে কমেডি চরিত্র, বাসবদত্তা চট্টোপাধ্যায় সব সময় ইউনিক নিজের স্থানে। একদিকে যেমন অপূর্ব সৌন্দর্য তেমন অন্যদিকে চারিত্রিক গাম্ভীর্য, সব মিলিয়ে বাসবদত্তা টলি ইন্ডাস্ট্রির একজন খ্যাতনামা অভিনেত্রী।
বাসবদত্তাকে সর্বশেষ অভিনয় করতে দেখা গিয়েছিল জি বাংলার ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে। মুখ্য চরিত্রে নয়, এই ধারাবাহিকে পার্শ্ব চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এবার সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী পোস্ট করলেন এমন একটি ছবি, যা দেখে অনেকেই ভেবেছেন তিনি হয়তো আগামী কোনও সিনেমা বা সিরিয়ালের প্রস্তুতি নিচ্ছেন।
আরও পড়ুন: কেউ বলছেন হৃতিক,কেউ রজনীকান্ত, প্রশংসা পেয়েও কেন উল্টো সুর গাইলেন ঋত্বিক?
আরও পড়ুন: বাবার অপমানের বদলা নিতে মেয়ে খুলবে ব্যাঙ্ক, মুক্তি পেল ‘লক্ষ্মীঝাঁপি’-র প্রমো
সম্প্রতি দেবী লক্ষ্মীর সাজে ছবি পোস্ট করতে দেখা যায় অভিনেত্রীকে। একটি মেরুন রঙের সরু পাড়ের শাড়ি, গলায় পদ্মমালা সোনার হার, মাথায় মুকুট, সঙ্গে টিকলি, হাতে বাহু বন্ধনী। সব মিলিয়ে অভিনেত্রীকে যেন দেখতে লাগছে সাক্ষাৎ দেবী লক্ষ্মী।
একটি অন্ধকার ঘরে তোলা এই ছবিটিতে নায়িকার পেছনে দেখতে পাওয়া যাচ্ছে পুরনো দিনের আয়না, দুপাশে দুটি মোমবাতি, এক পাশে রাখা পদ্ম। আলো-আঁধারিতে তোলা এই ছবিটি দেখে মুগ্ধ নেটিজেনরা। ছবিটি পোস্ট করে অভিনেত্রী ক্যাপশনে লিখেছেন, দেবদর্শন।
বাসবদত্তার ক্যাপশন দেখে প্রাথমিকভাবে অনেকের মনে হয়েছে, তারানাথ তান্ত্রিকের অন্যতম গল্প দেবদর্শন গল্পের কথা। তাহলে কি তেমনই কোনও গল্পে এবার অভিনয় করতে দেখা যাবে অভিনেত্রীকে? না, আসলে ব্যাপারটা তেমন কিছুই নয়। আসলে এটি একটি ফটোশুটের অংশ মাত্র।
দেবদত্তা যে ছবিটি পোস্ট করেছেন তার ক্যাপশনেই লেখা আছে ফটোশুটের বিবরণ। প্রতাপাদিত্য রোড ত্রিকোণ পার্কের দুর্গাপুজোর থিম উপলক্ষে এই ফটোশুট করা হয়েছে। অনবদ্য কনসেপ্ট, সাজ, গয়না এবং হেয়ার স্টাইলিং-এর জন্য যারা সাহায্য করেছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।
আরও পড়ুন: মায়ের প্রতি সন্তানের ক্ষোভ জন্ম দিল অজানা রহস্যের, মুক্তি পেল ‘ডিয়ার মা’ ছবির টিজার
আরও পড়ুন: ‘ওয়েলকাম বেবি…’, সদ্য ছেলের মা হয়েছেন, পরিবারে ফের নতুন সদস্যকে স্বাগত জানালেন মানসী?
অভিনেত্রীর পোস্ট করা এই ছবিতে ভক্তরা পোস্ট করে জানিয়েছেন, দেবী লক্ষ্মীর সাজে ভীষণ ভীষণ সুন্দর লাগছে অভিনেত্রীকে। গোটা কনসেপ্ট ভীষণ ইউনিক, এই বলে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন সকলে। তবে অনেকেই আবার লিখেছেন, খুব তাড়াতাড়ি সিনেমা বা ধারাবাহিক অথবা ওয়েব সিরিজের পর্দায় অভিনেত্রীকে দেখতে চান তাঁরা।