ইংল্যান্ডের বিরুদ্ধে লিডস টেস্টে ভারতীয় দলের খারাপ ফিল্ডিং শিরোনামে উঠে এসেছিল। ওলি পোপ থেকে বেন ডাকেট, একাধিক ক্য়াচ মিসের খেসারত দিতে হয়েছে দলকে। একা যশস্বী জসওয়ালই চারটি ক্যাচ মিস করেছিলেন। স্লিপেও মিস করেছিলেন, আবার দ্বিতীয় ইনিংসে ডাকেটের ক্যাচ স্কোয়ার লেগেও মিস করেন যশস্বী। আর দ্বিতীয় টেস্টে এর জেরেই নিজের পজিশন হারাতে চলেছেন ভারতীয় দলের এই তারকা ক্রিকেটার।
জানা যাচ্ছে যশস্বী জসওয়ালের খারাপ ফিল্ডিং দেখার পর টিম ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নিয়েছে তাঁকে আর স্লিপ কর্ডনে না রাখার। যশস্বী ব্যাট হাতে শতরান করলেও তাঁর খারাপ ফিল্ডিংই যেন তাঁকে সমালোচনার সমুদ্রে ফেলে দিয়েছে। তবে একা যশস্বী নন, রবীন্দ্র জাদেজাও ক্যাচ মিস করেছিলেন। রেভ স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী ভারতীয় দলের অনুশীলনে সাই সুদর্শন এবং করুণ নায়ারকে স্লিপ কর্ডনে রেখে অনুশীলন করানো হয়েছে। এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন অধিনায়ক শুভমন গিল এবং নীতীশ কুমার রেড্ডি। এছাড়াও লোকেশ রাহুলও ছিলেন। গালি এবং ফিফথ স্লিপের ক্ষেত্রে গিল এবং নায়ারকে ঘুরিয়ে ফিরিয়ে দেখা হচ্ছিল।
শর্ট লেগ বা সিলি পয়েন্টে ফিল্ডিং করতে দেখা যেতে পারে যশস্বী জসওয়ালকে। রায়ান টেন দুশখাতে দেখা যাচ্ছিল, যশস্বীকে স্ট্রেক ক্যাচ প্র্যাকটিস করাতে। ইয়ান চ্যাপেল জানিয়েছিলেন যে ক্যাচ মিস করায় যশস্বী হয়ত মানসিকভাবে একটু চাপে থাকতে পারে। তিনি ইএসপিএনক্রিকইনফোতে লিখেছেন, ‘ভারতীয় দল লিডসে অনেক ক্যাচ মিস করেছে। যশস্বী আর জাদেজা মিস করেছিল, তবে দুজনেই তাঁরা ভালো ফিল্ডার। ক্যাচ মিসটা টেকনিক্যাল কোনও ভুল ছিল না, শুধু হাতে বসেনি। জসওয়ালের আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছে। ওর হাতেও একটা চোট থাকতে পারে। একটা ক্যাচ যেটা মিস হয়েছে বাউন্ডারি থেকে দৌড়ে এসে, সেটা যথেষ্ট কঠিন ক্যাচ।এখন সাদা বলের ক্রিকেটের রমরমা থাকায় স্লিপ ফিল্ডাররা সেরকম অনুশীলনের সুযোগ পাননা, তাই লাল বলের ক্রিকেটের জন্য তাঁদের আলাদা প্র্যাকটিস করাতেই হবে ’।