সীমান্তে ফের চলল গুলি। মালদার হবিবপুর ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তে মোষ পাচার রুখতে গিয়ে বিএসএফ জওয়ানদের ওপর হামলা চালায় বাংলাদেশি দুষ্কৃতীরা। ঘটনায় দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘটনায় এক বিএসএফ জওয়ান জখম হন। বিএসএফের পাল্টা গুলিতে মৃত্যু হয় এক বাংলাদেশি পাচারকারীর। ঘটনাস্থল থেকে দুটি মোষও উদ্ধার করেছে বিএসএফ।সীমান্তের জাজইল সংলগ্ন আগ্রা হরিশ্চন্দ্রপুর এলাকায় বৃহস্পতিবার ভোর রাতে ঘটনাটি ঘটেছে।
আরও পড়ুন: মন্দিরের সামনে থেকে ষাঁড় চুরি রুখতে গিয়ে 'খুন' পুলিশের চালক, জখম ২ পুলিশকর্মী
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত বাংলাদেশির নাম ইব্রাহিম শেখ (৩০)। তাঁর বাড়ি বাংলাদেশের চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরে। কাঁটাতারহীন সীমান্ত ব্যবহার করেই দুষ্কৃতীরা জঙ্গলের ভেতর দিয়ে মোষ পাচার করছিল বলে অভিযোগ। বিএসএফের টহলদার জওয়ানদের নজরে আসতেই তাঁরা বাধা দেন। তখনই লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে জওয়ানদের উপর চড়াও হয় পাচারকারীরা। হামলায় এক জওয়ান আহত হন। এরপর আত্মরক্ষায় বিএসএফ গুলি চালালে এক পাচারকারী গুলিবিদ্ধ হয়। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বর্ষার সময় সুযোগ নিয়ে এই কাঁটাতারহীন এলাকাগুলোর জঙ্গল ও ঝোপঝাড় ব্যবহার করে নিয়মিত গবাদিপশু পাচার করছে দুষ্কৃতীরা। গোপনে ঢুকে পড়ছে বসত এলাকাতেও। তবে বিএসএফের সক্রিয় উপস্থিতির কারণেই অনেক সময় তাদের পরিকল্পনা সফল হচ্ছে না। এক স্থানীয় বাসিন্দা বলেন, রাতে টহল থাকলেও জঙ্গলের মধ্যে দিয়ে পাচারকারীরা ঢুকে পড়ে। গবাদি পশু নিয়ে পালানোর চেষ্টা করে। বর্ষাকালে সমস্যা আরও বাড়ে। তাই যত তাড়াতাড়ি সম্ভব এই ফাঁকা সীমান্ত এলাকায় কাঁটাতার বসানো উচিত।
পড়ুন: বিএসএফের গুলিতে জখম বাংলাদেশি পাচারকারী, প্রতিবাদ জানাল বিজিবি
উল্লেখ্য, মালদা জেলার বিভিন্ন প্রান্তে সীমান্ত বরাবর যেসব এলাকায় এখনও কাঁটাতার বসেনি, সেগুলোকেই নিশানা করছে পাচারকারীরা। মাঝেমধ্যেই এমন গবাদিপশু ও অবৈধ সামগ্রী পাচারের ঘটনা সামনে আসছে। এই পরিস্থিতিতে সীমান্তে আরও কড়া নজরদারি এবং পরিকাঠামোগত উন্নতির দাবি তুলছেন গ্রামবাসীরা।